Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হারতে হারতে ড্র করলো অ্যাতলেতিকো


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

অপেক্ষাকৃত দুর্বল দল এইবারের বিপক্ষে হারতে হারতে ড্র করেছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ। শেষ মুহূর্তের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় এইবার। ঘরের মাটিতে হারার লজ্জায় পড়তে যাচ্ছিল অ্যান্তোনিও গ্রিজম্যান, হার্নান্দেজ, কোকে, সাউল, দিয়েগো কস্তাদের অ্যাতলেতিকো। তবে, বদলি খেলোয়াড় বোরজা গার্সেসের যোগ করা অতিরিক্ত সময়ের গোলে সমতায় (১-১) ফেরে অ্যাতলেতিকো।

ম্যাচের প্রথমার্ধে আতিথ্য নেওয়া এইবারের জালের ঠিকানা খুঁজে পায়নি অ্যাতলেতিকো। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচের ৮৭ মিনিটে এইবারের হয়ে একমাত্র গোলটি করেন ২৮ বছর বয়সী ফরোয়ার্ডি সার্জি এনরিক। ৯৪তম মিনিটে সমতাসূচক গোলটি করেন অ্যাতলেতিকোর বোরজা গার্সেস।

ম্যাচের শুরুর একাদশে অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন শক্তিশালী দলই মাঠে নামিয়েছিলেন। খেলার ১৩ মিনিটের মাথায় গ্রিজম্যানের শট রুখে দেন এইবারের গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ। ২১ মিনিটের মাথায় সাউলের জোরালো শট রুখে দেন আতিথ্য নেওয়া গোলরক্ষক। ২৬ মিনিটের মাথায় গ্রিজম্যান-কস্তার প্রচেষ্টাও ব্যর্থ করে দেন তিনি। এখানেই শেষ নয় ২৮ মিনিটের মাথায় দিয়েগো গডিনকেও হতাশ করেন দিমিত্রোভিচ।

বিরতির আগে এইবারের গোলবার রক্ষার দায়িত্ব পালন করে অতিথিদের মাঠে নায়ক বনে যান দিমিত্রোভিচ। বিরতির পরও তাই। ৪৯ মিনিটের মাথায় আবারো গডিনকে রুখে দেন তিনি। ৫৭ মিনিটের মাথায় চার্লসের বদলি হিসেবে মাঠে নামেন এনরিখ। ৬৭ মিনিটে ফিলিপে লুইজের শটও এইবারের জালের ঠিকানা পায়নি।

৭০ মিনিটের মাথায় রদ্রিগো হার্নান্দেজের বাড়িয়ে দেওয়া দুর্দান্ত পাস থেকে বল নিয়ন্ত্রণে নিলেও গ্রিজম্যান কোনো স্কোর করতে পারেননি। ৭১ মিনিটে হার্নান্দেজের বদলি হিসেবে মাঠে নামেন বোরজা গার্সেস। ৮৭ মিনিটে অ্যাতলেতিকোর গোলরক্ষক জন ও‘ব্লাককে ফাঁকি দিয়ে গোল করেন এনরিখ (১-০)। যোগ করা অতিরিক্ত সময়ে (৯৪ মিনিট) দলকে সমতায় ফেরান বদলি খেলোয়াড় বোরজা গার্সেস (১-১)।

বিজ্ঞাপন

বাকি সময়ে আর কোনো দল ব্যবধান বাড়াতে পারেনি।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর