Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতালে তামিম, রিপোর্টের জন্য অপেক্ষা


১৫ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৭

।। স্পোর্টস ডেস্ক ।।

আঙুলের চোট পুরোপুরি সেরে ওঠার আগেই ম্যাচ খেলতে নেমেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ইনিংসের দ্বিতীয় ওভারে বোলিংয়ে আসেন লঙ্কান পেসার সুরাঙ্গা লাকমল। তার ষষ্ঠ বলটি লাফিয়ে উঠলে পুল করার চেষ্টা করেন তামিম। বল গিয়ে লাগে তামিমের বাঁ হাতের আঙুলে।

এশিয়া কাপের ক্যাম্প চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন তামিম। পরে তাকে অনুশীলনের বাইরে রাখা হয়েছিল। ভিসা জটিলতায় বাংলাদেশ দলের সঙ্গে রওনাও হতে পারেননি। পরে দলের সঙ্গে যোগ দেন দুবাইয়ে।

শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারের শেষ বলে ব্যথা পাওয়ার সঙ্গে সঙ্গেই মাঠ ছেড়ে বেড়িয়ে যান তামিম। সবশেষ খবরে জানা যায়, তাকে দুবাইয়ের স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে এক্স-রে করা হবে। এক্স-রের পর নিশ্চিত হওয়া যাবে চোট কতটা গুরুতর। এখনও রিপোর্ট হাতে পাননি বাংলাদেশের টিম ম্যানেজম্যান্ট। হাতের ইনজুরি বেশি হলে আজ মাঠে আর নাও নামা হতে পারে তামিমের।

শুরুতেই ধুঁকতে থাকা বাংলাদেশের ব্যাটিং হাল ধরার আগেই মাঠ ছাড়তে হয়েছিল ২ রান করা তামিমকে।

আগামী ২০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর