Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হ্যাজার্ডের হ্যাটট্রিক, জিতেছে সিটি-আর্সেনাল


১৫ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ লিগের নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে চেলসি, বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল। বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডের হ্যাটট্রিকে চেলসি ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে কার্ডিফ সিটিকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে সহজেই হারিয়েছে ফুলহ্যামকে। আর নিজেদের ম্যাচে আর্সেনাল ২-১ গোলে হারিয়েছে নিউক্যাসল ইউনাইটেডকে।

স্ট্যামফোর্ড ব্রিজে নিজেদের মাঠে চেলসি আতিথ্য জানিয়েছিল কার্ডিফ সিটিকে। ম্যাচের ১৬তম মিনিটে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। আতিথ্য নেওয়া কার্ডিফ সিটির হয়ে গোল করেন বামবা (১-০)। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি চেলসি। ম্যাচের ৩৭তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। দলের হয়ে প্রথম গোলটি করেন হ্যাজার্ড। ৪৪ মিনিটের মাথায় ২-১ এ লিড নেয় ব্লুজরা। এবারো গোল করেন হ্যাজার্ড।

বিজ্ঞাপন

বিরতির পর ম্যাচের ৮০ মিনিটের মাথায় পেনাল্টি থেকে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যাজার্ড (৩-১)। আর ৮৩তম মিনিটে উইলিয়ান গোল করলে চেলসি এগিয়ে যায় ৪-১ ব্যবধানে। এই স্কোরেই জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।

এদিকে, ফুলহ্যামের বিপক্ষে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ৩-০ গোলে জিতেছে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় মিনিটেই লেরয় সানের গোলে লিড নেয় সিটিজেনরা। এরপর ২১ মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করেন ডেভিড সিলভা। আর ৪৭ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন রাহিম স্টারলিং। ৩-০ স্কোরে জয় নিয়েই মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে আতিথ্য নিয়ে ২-১ গোলে জিতেছে আর্সেনাল। ম্যাচের ৪৯তম মিনিটে জাকার গোলে লিড নেয় আর্সেনাল। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মেসুত ওজিল। যোগ করা অতিরিক্ত সময়ে ক্লার্কের গোলে ব্যবধান কমায় স্বাগতিক নিউক্যাসল।

৫ ম্যাচের সবকটিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৩ পয়েন্ট নিয়ে তিনে ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচের তিনটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে আর্সেনাল।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর