।। স্পোর্টস ডেস্ক ।।
স্প্যানিশ লা লিগায় মাঠে নেমেছিল বার্সেলোনা। আর জার্মানির বুন্দেসলিগায় মাঠে নেমেছিল বায়ার্ন মিউনিখ। দুই দলই জিতেছে, পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও ধরে রেখেছে। কিন্তু, পিছিয়ে পড়ে ম্যাচ বের করে নিতে হয়েছে বার্সা-বায়ার্নকে।
বার্সা ২-১ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদকে আর বায়ার লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়েছে বায়ার্ন।
সোসিয়েদাদের মাঠ এস্তাদিও মিউনিসিপ্যাল ডি এনোয়েতায় আতিথ্য নিয়েছিল মেসি-সুয়ারেজ-দেম্বেলের বার্সা। দলের জয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ আর ওসমান দেম্বেলে। ম্যাচের ১২তম মিনিটে পিছিয়ে পড়ে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। আরতিজের গোলে ১-০ তে লিড নেয় স্বাগতিকরা।
৬৩ মিনিটের মাথায় উরুগুয়ের তারকা সুয়ারেজের গোলে ম্যাচে ফেরে বার্সা। আর ৬৬ মিনিটের মাথায় দলের দ্বিতীয় গোলটি করেন ফ্রান্সের তারকা দেম্বেলে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল হয়নি। এই জয়ে চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। তিন ম্যাচের তিনটিতেই জিতে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।
এদিকে, ঘরের মাঠ অ্যালিনাঞ্জ অ্যারেনায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন ৩-১ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেনকে। ম্যাচের পঞ্চম মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল করেন আতিথ্য নেওয়া লেভারকুসেনের ওয়েনডেল। ১০ মিনিটের মাথায় সমতায় ফেরে বায়ার্ন। গোল করেন তোলিসো।
ম্যাচের ১৯তম মিনিটে আরিয়েন রোবেনের গোলে ২-১ এ লিড নেয় বায়ার্ন। ৮৯তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন কলম্বিয়ান তারকা জেমস রদ্রিগেজ। ৩-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তিন ম্যাচের সবকটিতে জিতে বায়ার্নের অর্জন ৯ পয়েন্ট।
সারাবাংলা/এমআরপি