।। স্পোর্টস ডেস্ক।।
লা লিগায় টানা তিন ম্যাচে জয় পাওয়া রিয়াল মাদ্রিদ হোঁচট খেলো অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে। বার্সার জয়ের দিন এক পয়েন্ট নিয়ে ঘরে ফিরলো লস ব্লাঙ্কোসরা। অন্যদিকে হোঁচট খেতে খেতে বেঁচে গেছে বার্সাও। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পেরেছে তারা।
বার্সার মতো প্রথমেই গোল হজম করে অল হোয়াইটরা। ৩২ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে বেল-বেনজামিনরা। বক্সের ভেতর রিয়ালের ডিফেন্ডাররা বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে তা জালে পাঠান বিলবাওয়ের ফরোয়ার্ড ইকার মুনিয়াইন।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে সমতায় ফেরে রিয়াল। গ্যারেথ বেলের ক্রস থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন ইসকো। কিন্তু বাকি সময়ে আর গোল পায়নি অতিথিরা।
চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে ৫ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক বিলবাওয়ের অবস্থান চারে।
সারাবাংলা/জেএইচ