Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশকে গর্বিত করলো ‘মরুর মিরপুর’


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১৫ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

পুরো সময়েই দর্শকেরা ঢোল বাজিয়ে সমর্থন দিয়ে গেছেন। মুশফিক, মিঠুনদের চারের সঙ্গে নেচেছেন, মাশরাফিদের উইকেটের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েছেন। মাশরাফি বিন মুর্তজা তো ম্যাচ শেষে শ্রীলঙ্কার সঙ্গে ১৩৭ রানের জয়টা উৎসর্গ করেছেন দুবাইয়ের দর্শকদের জন্য। তবে দুবাইয়ের দর্শকেরা বাংলাদেশকে গর্বিত করে গেছেন অন্য একটা জায়গায়। রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে জাপানের দর্শকেরা ম্যাচ শেষে গ্যালারি সাফ করে যেমন অকুন্ঠ প্রশংসা পেয়েছিলেন, ঠিক তেমনি কাল ম্যাচ শেষে দুবাইয়ের প্রবাসী বাংলাদেশীদেরও মাঠ ছাড়ার সময় গ্যালারির ময়লা-উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখা গেছে।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো বাংলাদেশ কোনো বড় আসরে খেলছে দুবাইতে, সেখানকার প্রবাসীদের মধ্যে উন্মাদনা এমনিতেই বেশি। প্রথম ম্যাচেই মাঠে নামছে বাংলাদেশ, দুবাই স্টেডিয়াম তাই অনেকটাই ঠাসা ছিল বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে। মাশরাফি তো সংবাদ সম্মেলনে বললেনই, ‘দর্শকদের নিয়ে বলতে হচ্ছে, প্রথম বল থেকেই তারা আমাদের সমর্থন দিয়ে এসেছে, যা দলের জন্য ভাল ছিল।’ এমনকি মিরপুরের চেয়ে এগিয়ে রেখে বড় একটা সার্টিফিকেটও দিয়ে রাখলেন, ‘আমার তো মনে হয় দর্শক মিরপুর থেকেই বেশি ছিল, স্টেডিয়ামটা বেশ বড়। মাঠ ভর্তি মানুষ ছিল আজ। সেদিন থেকে মিরপুরের সাথে অনেকটা মিল ছিল বলা যায়।’

তার আগে পুরস্কার বিতরণী মঞ্চেই মাশরাফি রমিজ রাজার প্রশ্নের উত্তরে বাংলায় ধন্যবাদ জানিয়েছেন দুবাইয়ের দর্শকদের। সেখানে আরেক দফা তাদের উল্লাস ধ্বনিতে মুখর হয়েছে স্টেডিয়াম। তবে সত্যিকার অর্থে বাংলাদেশকে গর্বিত করার কাজটা শুরু হয়েছে তখন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর পরেই বেশ কিছু ছবি ছড়িয়ে পড়তে শুরু করেছে। তাতে দেখা গেছে, খেলা শেষে ময়লা আবর্জনা সাফ করতে শুরু করেছে দুবাইয়ের প্রবাসী বাঙ্গালিরা। দেশ থেকেও অনেক বাঙালি খেলা দেখতে দুবাইতে, তারাও যোগ দিয়েছেন এই কাজে। ক’দিন আগেই বঙ্গবন্ধু স্টেডিয়ামের সাফ গেমসের ম্যাচে মাঠে বোতল ছুঁড়ে মেরেছিলেন দর্শকেরা, সেই লজ্জাও যেন এবার কিছুটা হলেও ঘুঁচল। সবচেয়ে বড় কথা, কাল তো শুধু মাঠেই জেতেনি, গ্যালারিতেও জিতেছে বাংলাদেশ।

সারাবাংলা/এএম/এসএন

এশিয়া কাপ ২০১৮ বাংলাদেশ বাংলাদেশি সমর্থক