Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোথায় উন্নতি করতে হবে মেসিকে?


১৬ সেপ্টেম্বর ২০১৮ ১৭:০০

।। স্পোর্টস ডেস্ক ।।

বিশ্বসেরা ফুটবলারদের তালিকায় প্রথম সারিতেই আছেন আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসি। মাঠে নামলেই নানা কারসাজিতে যেন মাতিয়ে রাখেন সমর্থকদের। ফুটবলে বেশকটি রেকর্ডও আছে অভিজ্ঞ এই ফুটবলারের ঝুলিতে। তবে এখনও দুর্বলতা আছে ভিন গ্রহের ফুটবলার খ্যাত এই তারকা। নিজের সেই দুর্বলতাই এবার কাটিয়ে উঠতে চান মেসি।

৩১ বছর বয়সী এই ফুটবলারের ঝুলিতে আছে বেশকটি রেকর্ড। লা লিগায় সর্বোচ্চ গোল করা ছাড়াও গোল সহায়তার রেকর্ডটিও এই আর্জেন্টাইনের। ক্লাব বার্সেলোনা আর জাতীয় দল আর্জেন্টিনার হয়েও সর্বোচ্চ গোলের রেকর্ড তার।

লা লিগায় এখনও পর্যন্ত ৩৩টি শিরোপা জিতেছেন মেসি। তবে এত বছরের ফুটবল অভিজ্ঞতার পরও একটা জায়গায় যে এখনও দুর্বলতা আছে, সেটাই জানালেন এই আর্জেন্টাইন। বললেন, পেনাল্টি কিকে এখনও দুর্বলতা আছে তার।

রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে একটি পেনাল্টি মিস করেন মেসি। আর তাতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতেও বেশ সমালোচিত হতে হয়েছে তাকে। গত মৌসুমে সবমিলিয়ে ক্লাব ও জাতীয় দলের হয়ে তার নেয়া ৮টি পেনাল্টির মধ্যে চারটিতেই ব্যর্থ হয়েছেন তিনি।

এবার মেসি জানিয়েছেন, পেনাল্টি কিকের দুর্বলতা কাটাতে চান তিনি, ‘পেনাল্টি কিক নেওয়ার ক্ষেত্রে নিজেকে আরো বেশি কার্যকরী করে তুলতে চাই।

পেনাল্টি কিক নেয়াটা একেবারেই সহজ নয়, সেটাই বললেন মেসি, ‘পেনাল্টির নিয়ে কাজ করাটা বেশ কঠিন। অনুশীলনে আর ম্যাচে পেনাল্টি কিক নেয়াটা পুরোপুরি আলাদা। হয়তো ম্যাচে কি করবেন সেটা আপনার পরিকল্পনায় আছে। তবে সেটা যতটা সহজ মনে হয় তার চেয়ে অনেক কঠিন। গোলরক্ষকদেরও এটা নিয়ে অনেক কাজ করতে হয়। আর তারা সেটা ঠিকভাবে করতে পারলে বল রুখে দিতে পারে। তবে আর যাইহোক পেনাল্টি নিয়ে আমাকে অনেক কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

পেনাল্টি লিওনেল মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর