Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘রোনালদো-নেইমার নেই, আকর্ষন হারাচ্ছে লা-লিগা’


১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৭

।। স্পোর্টস ডেস্ক ।।

রিয়াল মাদ্রিদ ছেড়ে এই মৌসুমে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা স্পেন ছেড়ে যাওয়ার প্রভাবটা পড়েছে লা লিগায়। এবার বার্সেলোনা সভাপতি জোসেপ বার্তোমেউ বলেছেন, স্প্যানিশ ক্লাব ছেড়ে রোনালদোর চলে যাওয়ায় আকর্ষন হারাচ্ছে লা লিগা।

এরই মধ্যে জুভেন্টাসের জার্সিতে চার ম্যাচে মাঠে নেমেছেন রোনালদো। শেষ ম্যাচে জুভেন্টাসের জার্সিতে গোলের দেখা পেয়েছেন তিনি। তার জোড়া গোলেই ম্যাচ জিতেছে জুভিরা। এর আগের মৌসুমে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্তোমেউ জানিয়েছেন, ‘বিশ্বের অন্যতম সেরা দুই খেলোয়াড় স্পেন ছেড়ে যাওয়ায় জনপ্রিয়তা হারাচ্ছে স্প্যানিশ লিগ। অন্যদিকে ইতালিয়ান ও ফরাসি লিগের আকর্ষনীয়তা বাড়ছে বলেও মনে করছেন বার্সা সভাপতি।

সিআর সেভেন জুভেন্টাসে যাওয়ায় ইতালিয়ান লিগের ভালো হলেও লা লিগার জন্য এ ব্যাপারটি যে নেতিবাচক প্রভাব ফেলেছে, সেটাই বললেন বার্তোমেউ, ‘দারুণ একটি চুক্তি করেছেন আন্দ্রে আগ্নেলি (জুভেন্টাস সভাপতি)। তবে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে, লা লিগা একজন তারকা হারিয়েছে। আগের বছরেই স্পেন ছেড়ে গেছেন নেইমার। এটা আমাদের ফুটবলের জন্য নেতিবাচক।’

তবে রোনালদোর জুভেন্টাসে যাওয়ায় জুভিরা চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে পারে বলেও মনে করছেন বার্সা সভাপতি, ‘রোনালদোর কারণে শুধু জেভিদের নয়, পুরো ইতালিয়ান লিগেরও উন্নতি হবে। চ্যাম্পিয়নস লিগের কথা বলতে গেলে, আমাকে মেসির (লিওনেল মেসি) সঙ্গে একমত হতে হবে। চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য রোনালদো একজন শক্ত প্রতিপক্ষ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেন্টাস জোসেপ বার্তোমেউ পিএসজি বার্সেলোনা রিয়াল মাদ্রিদ লিওনেল মেসি স্প্যানিশ ফুটবল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর