Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসির হ্যাটট্রিকে বড় জয়ে শুরু বার্সার


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০১ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৮

।। স্পোর্টস ডেস্ক ।।

গত তিন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শিরোপার দেখা পায়নি স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তবে এবারের মৌসুমের শুরুটা দুর্দান্ত হয়েছে কাতালানদের। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার লিওনেল মেসির হ্যাটট্রিকে পিএসভির বিপক্ষে ৪-০ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে মেসি-কুতিনহোরা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে খেলতে নেমে এদিন ক্যারিয়ারের ৪৮তম হ্যাটট্রিকের দেখা মিলল মেসির। ম্যাচের বাকি গোলটি করেন উসমান ডেম্বেলে। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হারের পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আর হার দেখেনি কাতালানরা।

প্রথমার্ধের ৩১ মিনিটে দলকে এগিয়ে নেন মেসি। ডেম্বেলেকে ফাউল করায় ফ্রি কিক পেয়ে যায় বার্সা। ফ্রি কিক থেকে বাঁ পায়ের দারুণ এক শটে পিএসভির জালে বল জড়ান আর্জেন্টাইন এই স্ট্রাইকার। প্রথমার্ধে আর গোল না হওয়ার ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালানরা।

বিরতির পর মাঠে নেমে আক্রমণ করতে থাকে বার্সা। ম্যাচের ৫৮ মিনিটে ডি-বক্সে দুর্দান্ত এক শট খেলেন কুতিনহো। তবে তার সেই শট ফেরান পিএসভি গোলরক্ষক। দ্বিতীয়ার্ধে অবশ্য গোল পেতে বেশ সময় লাগে বার্সার। ৭৪ মিনিটে ফিলিপ কুতিনহোর পাসে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে ব্যবধান বাড়ান ডেম্বেলে (২-০)। ৩ মিনিট বাদে ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ইভান রাকিতিচের দুর্দান্ত পাস থেকে ডি-বক্সে বল পেয়ে বাঁ পায়ে গোল করেন মেসি (৩-০)।

তবে ম্যাচের ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সামুয়েল উমতিতিকে।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পিএসভি। উল্টো ম্যাচের শেষদিকে হ্যাটট্রিক করে বসেন বার্সার প্রাণভোমরা মেসি। ৮৭ মিনিটে সুয়ারেজের পাস থেকে বল ডি-বক্সে পেয়ে মেসি জালে জড়ান বার্সার নাম্বার টেন।

বিজ্ঞাপন

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে ৩০টি দলের বিপক্ষে মাঠে নেমে গোলের দেখা পেয়েছেন মেসি। এর আগে চ্যাম্পিয়নস লিগে ৩২টি দলের বিপক্ষে গোলের কীর্তি আছে ক্রিস্টিয়ানো রোনালদো ও রাউল।

দিনের অন্য ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

গ্রুপ ‘এ’ ম্যাচে ডিয়েগো কোস্তা ও হোসে গিমেনেসের গোলে মোনাকোর বিপক্ষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। আরেক ম্যাচে ঘরের বরুশিয়া ডর্টমুন্ডের কাছে ১-০ গোলে হেরেছে ক্লাব ব্রুজ।

গ্রুপ ‘ডি’র ম্যাচে লোকোমোতিভ মস্কোকে ঘরের মাঠে ৩-০ গোলে হারায় গ্যালাতাসারে। আর ১-১ গোলের ড্র দিয়েই শেষ হয় শালকে-পোর্তোর ম্যাচটি।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর