পিএসজির বিপক্ষে নাটকীয় জয় লিভারপুলের
১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৬
।। স্পোর্টস ডেস্ক ।।
চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো হয়নি প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি)। শেষ মুহুর্তে রবের্তো ফিরমিনোর গোলে এই ম্যাচে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়েছে লিভারপুল।
ইংলিশ আর ফরাসি এই দুই ক্লাবের খেলায় উত্তেজনা ছড়াবে সেটা আগেরই জানা। তবে চোখের ইনজুরিতে পড়া ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিরমিনোর এই ম্যাচ খেলা নিয়ে সংশয় ছিল। অথচ দ্বিতীয়ার্ধে নেমে শেষ চমকটা দেখিয়েছেন তিনি।
প্রথমার্ধের ৩০ মিনিটে লিভারপুলকে এগিয়ে নেন ইংলিশ ফরোয়ার্ড ড্যানিয়েল স্টুরেজ। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে হেডে গোল করেন তিনি। ছয় মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় ইংলিশ জায়ান্টরা। সেখান থেকে গোল করে ব্যবধান বাড়ান জেমস মিলনার।
তবে বিরতির আগে ম্যাচে ফিরতে আক্রমণ চালান পিএসজি। ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান কমান থমাস মুনিয়ের। সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে বাইসাইকেল কিক নিতে গিয়ে ব্যর্থ হন এডিনসন কাভানি। তবে সেখান থেকে বল পেয়ে গোল করতে আর ভুল করেননি মুনিয়ের। এরপর ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিভারপুল।
বিরতি থেকে ফিরে সমতায় ফিরতে লড়াই চালায় নেইমার, এমবাপে, কাভানিরা। একের পর এক আক্রমণ চালানোর পর শেষমেষ ম্যাচের ৮৩ মিনিটে সমতায় ফেরে তারা। ডি-বক্সে নেইমারের কাছ থেকে বল পেয়ে গোল করে বসেন এমবাপে।
তবে শেষদিকে ঘটে নাটকীয় ঘটনা। যোগ করা সময়ে ফিরমিনোর দারুণ গোলে শেষ মুহুর্তে জয় পায় লিভারপুল। আর তাতেই ৩ পয়েন্ট তুলে নেয় ইংলিশ জায়ান্টরা।
সারাবাংলা/এসএন