Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫০ উইকেটের সামনে দাঁড়িয়েও উচ্ছ্বাস নেই মাশরাফির


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক।।

সবার আগে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট নিয়েছিলেন আবদুর রাজ্জাক। পরে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা একই ম্যাচে ছুঁয়েছিলেন সেই মাইলফলক। এরপর সাকিবকে ছাড়িয়ে গেছেন মাশরাফি, আফগানিস্তানের বিপক্ষে ৩ উইকেট পেলে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট হবে তার। অথচ এত বড় অর্জনের সামনে দাঁড়িয়েও মাশরাফি অনেকটাই নির্লিপ্ত। আজ দুবাইতে বললেন, মাইলফলক নিয়ে তার তেমন কোনো উচ্ছ্বাস নেই।

শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট নিয়েই শোয়েব আখতারের ২৪৭ উইকেটের কীর্তি ছুঁয়ে ফেলেছেন মাশরাফি। কপিল দেবের ২৫৩ উইকেটের হাতছানিও খুব দূরে নয়, হয়ে যেতে পারে এই এশিয়া কাপেই। তবে এমন অর্জনের সামনে দাঁড়িয়েও সেটি খুব বড় করে দেখছেন না মাশরাফি, ‘২৫০ নিয়ে বাড়তি কোনো উচ্ছ্বাস নেই। প্রতিটা বোলারের জন্য এ ধরনের মাইলফলক আসে। ১০০ উইকেট নিয়ে আমার তেমন কিছু হয়নি, ২০০ নিয়েও ছিল না। আমার কাছে গুরুত্বপূর্ন হচ্ছে প্রতিটা ম্যাচ খেলা, ছোট ছোট অবদান রাখা। কালকের ম্যাচ ইনশাল্লাহ ঠিকমতো খেললে আমি জয়ের জন্য অবদান রাখতে চাই। এটাই আমার ফোকাস।’

বিজ্ঞাপন

আফগানিস্তানের সঙ্গে কালকের ম্যাচের পরও এশিয়া কাপে আরও তিনটি ম্যাচ খেলতে পারবেন মাশরাফি। নিজেকে নিয়ে যেতে পারবেন আরও অনেক উঁচুতে।

সারাবাংলা/এএম/এসএন

এশিয়া কাপ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর