Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেইমারকেই চান মরিনহো


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

দলবদলের মৌসুমে ব্রাজিলিয়ান তারকা নেইমারকে নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। গুঞ্জন উঠেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেরও আগ্রহ আছে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) এই ফরোয়ার্ডকে নিয়ে। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে, আগামী মৌসুমেই নেইমারকে দলে চান ইউনাইটেড কোচ হোসে মরিনহো।

শুধু নেইমারকেই নয়, মরিনহোর আগ্রহ আছে সাবেক শিষ্য গ্যারেথ বেলের প্রতি। কিন্তু সবকিছু ছাড়িয়ে এই মৌসুমে স্পেনেই থেকে গেছেন বেল। তবে পরের মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকেই (নেইমার) নিজের পছন্দের তালিকায় সবার ওপরে রাখছেন ইউনাইটেড কোচ।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ থেকে ক্লাব জুভেন্টাসে ক্রিস্টিয়ানো রোনালদোর চলে যাওয়ায় তার শুন্য জায়গা পূরণ করতেই নেইমারের প্রতি আগ্রহ দেখাচ্ছে ক্লাব রিয়াল। নেইমারের ছাড়াও পিএজজিতে তার সতীর্থ কিলিয়ান এমবাপেকেও দলে নিতে আগ্রহ দেখাচ্ছে স্প্যানিশ জায়ান্টরা।

সারাবাংলা/এসএন

এমবাপে নেইমার পিএসজি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ হোসে মরিনহো

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর