Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঠাসা সূচি নিয়ে চিন্তায় বাংলাদেশ অধিনায়ক


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক।।

প্রথম ম্যাচের পর বিরতিটা পাঁচ দিনের। আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচটিও এখন হয়ে পড়েছে নিয়মরক্ষার। কিন্তু পর দিনই আবার মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে, সুপার ফোরে মুখোমুখি ভারতের। ২৩ সেপ্টেম্বর (রোববার) আফগানিস্তানের সঙ্গে খেলবে আবু ধাবিতে। আর ২৬ সেপ্টেম্বর নিজেদের শেষ ম্যাচ খেলবে পাকিস্তানের সঙ্গে আবু ধাবিতেই। এমন ঠাসা সূচি নিয়ে চিন্তায় পড়ে গেছেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।

এমনিতে আমিরাতে প্রচন্ড ফরম, বিশেষ করে পেসারদের জন্য টানা বল করাও একটু কঠিন। কিন্তু ২০ ও ২১ তারিখ পর পর দুই দিন সেটিই করতে হচ্ছে বাংলাদেশকে। মাশরাফি বিন মুর্তজা এখন ব্যাপারটা নিয়তির ওপরেই ছেড়ে দিয়েছেন, ‘আসলে পরিস্থিতির ওপর অনেক কিছু ডিপেন্ড করে। ওই সময় পেস বোলারদের বল করার দরকার হলে করতেই হবে। পর পর দুইটা ম্যাচ হয়ে গেছে, কিছু করার নেই। এই ম্যাচের মূল্য অনেক, আবার একই সাথে এশিয়া কাপের শেষ পর্যন্ত যেতে হলে ২১ তারিখের ম্যাচ বেশি গুরুত্বপূর্ণ।’

বিজ্ঞাপন

এর মধ্যে সূচি নিয়ে দেখা দিয়েছে অন্য ধরনের জটিলতা। ভারতের সব ম্যাচ দুবাইতে ধরে এর মধ্যেই সূচি করে ফেলেছে এসিসি। অথচ ভারত গ্রুপ রানার আপ হলে হিসেবে তাদের আবু ধাবিতে গিয়েও খেলতে হয়। নতুন সূচিতে পাকিস্তানকেও দুবাইতে খেলে আবুধাবিতে গিয়ে আবার ফিরে আসতে হবে দুবাইতে। বাংলাদেশের প্রথম ম্যাচ দুবাইতে খেলার পর পরের দুইটি খেলতে হবে আবুধাবিতে।

এদিকে আফগানিস্তানের সঙ্গে কালকের ম্যাচটি হয়ে পড়েছে গুরুত্বহীন। গ্রুপ চ্যাম্পিয়ন হলেও সূচিতে কোনো পরিবর্তন আসবে না, সেক্ষেত্রে কোনো সুবিধা পাবে না বাংলাদেশ। মাশরাফিকে এই ব্যাপারটাও ভাবাচ্ছে, ‘আমরা এই নিয়ে চিন্তা করছি। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ, এটার কোনো মানে নেই সেটা নিয়ে চিন্তা করতেও অস্থির লাগে। আবার টুর্নামেন্টের দিকে তাকালে এই ম্যাচ কোনো হেল্প করবে না। সবচেয়ে বেশি সমস্যা, এই ম্যাচের পর গুরুত্বপূর্ণ ম্যাচগুলো আমাদের পর পর খেলতে হচ্ছে।’

সারাবাংলা/এএম/এসএন

অধিনায়ক এশিয়া কাপ ২০১৮ মাশরাফি বিন মর্তুজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর