‘তরুণরা ইতিবাচক থাকলে অনেক কিছুই হতে পারে’
১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫৪
।। স্পোর্টস ডেস্ক।।
তামিম ইকবাল ছিটকে গেছেন এর মধ্যেই। শোনা যাচ্ছে, মুশফিকুর রহিমকেও কাল বিশ্রাম দেওয়া হতে পারে। আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা এক অর্থে এখন গুরুত্বহীন। সুপার ফোরের সূচিও ঠিক হয়ে গেছে, গ্রুপ চ্যাম্পিয়ন হলে বাড়তি কোনো লাভ হচ্ছে না বাংলাদেশের। এই অবস্থায় মাশরাফি ম্যাচটি তরুণদের জন্য সুযোগ হিসেবেই দেখছেন।
শ্রীলঙ্কার সঙ্গে আগের ম্যাচে বলতে গেলে একাই লড়ে গেছেন মুশফিক। শুধু মিঠুনই তাকে যা একটু সঙ্গ দিতে পেরেছেন। আফগানিস্তানের সঙ্গে ম্যাচে লোয়ার অর্ডার থেকে আরেকটু বেশি সাহায্য চান মাশরাফি।
তবে সবচেয়ে বড় দুশ্চিন্তা পুরো এশিয়া কাপেই তামিমকে হারিয়ে ফেলা। মাশরাফি নতুনদের জন্য এটা সুযোগ হিসেবেই দেখছেন, ‘আমাদের লোয়ার অর্ডারটা আমরা সেটল করতে চাচ্ছি। টপ অর্ডারে তামিম -সাকিব বিকল্প শুরু থেকেই এনেছি। বিকল্প কেউ খেললে এখান থেকেই খেলবে। আমি মনে করি, তামিমের মতো খেলোয়াড় চোট পাওয়া আমাদের জন্য ভালো কিছু না। তামিম খুব ভালো ফর্মে ছিল। ও উইকেটে থাকলে অনেক কিছু হয়, এটা আমাদের জন্য সুবিধা হতো । একই সময়ে তরুণদের জন্য এটা বড় সুযোগ, বিশেষ করে এ ধরনের টর্নামেন্টে নিজেদের মেলে ধরার।’
মাশরাফি বললেন, তরুণদের চাপ মুক্ত থেকে নিজেদের খেলাটা খেলে যেতে। প্রত্যাশার পারদও কমিয়ে দিলেন তাদের জন্য, ‘আমি ওদের নিয়ে আশাবাদী। আমি ওদের কাছ থেকে তামিমের মতো কিছু চাইছি না। তবে পজিটিভ থাকলে, মানসিকতা ঠিক থাকলে অনেক কিছুই হতে পারে।’
লিটন-শান্তরা কাল কি সেই সুযোগটা কাজে লাগাতে পারবেন?
সারাবাংলা/এএম/এসএন
এশিয়া কাপ ২০১৮ তামিম ইকবাল মাশরাফি মুশফিকুর রহিম মোহাম্মদ মিঠুন