Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেকিটিচ, ক্রুসকে নিয়ে টানাটানি ইংলিশদের


১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৪৭

।। স্পোর্টস ডেস্ক ।।

দলবদলের এখনও অনেক সময় বাকি। এরই মধ্যে রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ান তারকা ইভান রেকিটিচের দিকে নজর ফেলেছে ইংলিশ ক্লাব চেলসি, ম্যানচেস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা থেকে রেকিটিচকে উড়িয়ে আনতে উঠেপড়ে লেগেছে ইংলিশ এই ক্লাবগুলো।

এদিকে, বার্সা আপাতত ছাড়তে চাইছে না রেকিটিচকে। বার্সার এই মিডফিল্ডারও চাইছেন না ক্যাম্প ন্যু ছাড়তে। তবে, কাতালান ক্লাবটি ক্রোয়েশিয়ান তারকার সঙ্গে নবায়নকৃত চুক্তি করবে সে চিন্তাও নেই-জানিয়েছেন বার্সার প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। এই সুযোগটিই নিতে চায় মাউরোসিও সারির চেলসি, পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি আর হোসে মরিনহোর ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে রেকিটিচের জন্য লড়াই করবে ফরাসি জায়ান্ট পিএসজি।

বার্সা নতুন দলবদলের বাজারে পিএসজি থেকে তরুণ তারকা স্টানলে এনসোকিকে কিনে নিতে চেয়েছিল। তবে, সে আশায় গুড়েবালি। ১৯ বছর বয়সী ফ্রান্সের এই মিডফিল্ডারকে ধরে রাখবে পিএসজি। এরই মধ্যে লিগ ওয়ানের চ্যাম্পিয়নদের সঙ্গে নতুন চুক্তির কথাবার্তাও এগিয়ে রেখেছেন স্টানলে এনসোকি।

এদিকে, ইংলিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি দৃষ্টি ফেলেছে এক জার্মান তারকার দিকে। রিয়াল মাদ্রিদের তারকা টনি ক্রুসকে নতুন দলবদলের বাজারে কিনে নিতে ইচ্ছুক সিটিজেনরা। পেপ গার্দিওলা এমনটাই চেয়েছেন ইংলিশ ক্লাবটির ম্যানেজম্যান্টের কাছে। ওদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহো আশাবাদী টনি ক্রুসকে নিয়ে। দুই ইংলিশ ক্লাবের টানাটানিতে জার্মানির তারকা কোথায় থাকবেন সেটা দেখার বিষয় বটে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর