Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘পাকিস্তানের সঙ্গে ক্রিকেট সিরিজ অসম্ভব’


১ জানুয়ারি ২০১৮ ১৯:৫৪

সারাবাংলা ডেস্ক

রাজনীতির আগুন ছড়িয়ে পড়েছে ক্রিকেট মাঠেও। ভারত-পাকিস্তানের সীমান্ত নিয়ে উত্তেজনার মধ্যেই ভারত আবারও সাফসাফ জানিয়ে দিয়েছে, পাকিস্তানের সঙ্গে কোনও ক্রিকেট নয়। তবে, দু’দেশের মধ্যে ক্রিকেট সিরিজের সম্ভাবনা নেই যে তা বলা যাবেনা। কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন হলে আবারও মাঠে দেখা যেতে পারে দু’দেশের ব্যাটবলের দ্বৈরথ।

সোমবার (০১ জানুয়ারি) এক বিবৃতিতে এমন বার্তাই দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

সুষমা স্বরাজ বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের উন্নত হওয়ার আগে দ্বিপাক্ষিক সিরিজের কোনও সম্ভাবনা নেই।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন। তিনি ভারতীয় দলের সাথে পাকিস্তান সিরিজের সমঝোতা স্মারক স্বাক্ষরের কথাও উল্লেখ করেছেন।

প্রায় ৬ বছর আগে ২০১২ সালে দু’দেশের মধ্যে সবশেষ সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল। তিন ম্যাচের সেই সিরিজে ভারতকে ২-১ এ হারিয়েছিল পাকিস্তান। আর শেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০০৭ সালে। সেবার সিরিজে ১-০ তে জয়ী হয়েছিল ভারতীয় দল, তিন ম্যাচের সেই সিরিজে ড্র হয়েছিল ২টি ম্যাচ।

গত বছরে হয়ে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতকে ১৮০ রানে হারিয়ে নাস্তানাবুদ করেছিল পাকিস্তান ক্রিকেট দল।

সারাবাংলা/এসএন/জেএইচ

 


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর