Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মর্যাদার লড়াইয়ে নামবে টাইগার-আফগানরা


২০ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৫১

।। স্পোর্টস করেপসন্ডেন্ট ।।
ঢাকা: লঙ্কানদের হারিয়ে বাংলাদেশ আর আফগানিস্তান চলে গেছে এশিয়া কাপের সুপার ফোরে। ম্যাচটি তাই পরিণত হয়েছে নিয়মরক্ষার। প্রদর্শনীর ম্যাচও। তবে, একটা লড়াইতো মাঠেই হবেই। সেটা মর্যাদার লড়াই। ওয়ানডে ফরমেটে ফেবারিটদের তালিকায় টাইগারদের চোখ থাকবে তাই আফগানদের হারানোয়। সাথে সুপার ফোরের একটা প্রস্তুতিও সেড়ে নিতে পারবে ম্যাশ বাহিনী।

লঙ্কানদের টাইগাররা হারিয়েছে বড় ব্যবধানেই। ম্যাশ-মুশফিকরা জয় তুলে নিয়েছে ১৪১ রানে, অন্যদিকে আফগানরা মাঠ ছেড়েছে ৯১ রানে। তবে, সবশেষ সাক্ষাতে রশিদ-নবীরা হেরেছিল সাকিব-তামিমদের কাছে। ১৪১ বিশাল ব্যবধানে হেরেছিল তারা।

বিজ্ঞাপন

দুই দলের বিগ ফ্যাক্টর শুধু তামিম নেই। লাল-সবুজ শিবিরে ইনজুরি ভয় তো আছে। মুশফিকুর রহিম আর সাকিব আল হাসান ছোট ইনজুরি নিয়েই মাঠে থাকবেন। তামিমের জায়গা ওপেন করতে পারেন ‍মুমিনুল। যদিও টেস্ট বা ওয়ানডেতে ওপেনিংয়ে নামতে দেখা যায় না লিটল মাস্টারকে। এদিকে শতভাগ ফিট না থাকা সাকিব-মুশফিক থাকছেন স্কোয়াডে।

তামিমের অবর্তমানে সিনিয়রদের উপর চাপ থাকবে একটু। তবে, ম্যাশ এশিয়া কাপে জুনিয়রদের কিছু করবার সুযোগ হিসেবে দেখছেন। জ্বলে উঠতে হবে তরুণদেরও বলে মনে করেন তিনি। যদিও বোলিংয়ের ট্রাম কার্ড হিসেবে জ্বলে উঠতে পারেন মাশরাফি-ফিজ সঙ্গে স্পিনে সাকিবের সঙ্গে মিরাজ বা নাজমুলও ব্যবধান গড়ে দিতে পারেন।

অন্যদিকে আফগানরা আছে পূর্ণশক্তির দল হিসেবেই। ওপেনার রহমত শাহ আছে ভালো ফর্মে। লঙ্কানদের বিপক্ষে ব্যাট জ্বলে উঠেছে মোহাম্মদ শেহজাদেরও। রশিদ খান ও মুজিব উর রহমানের স্পিন কঠিন পরীক্ষায় ফেলতে পারে টাইগারদেরও। অলরাউন্ডার মোহাম্মদ নবীও বড় ট্রাম কার্ড হয়ে দেখা দিতেন।

বিজ্ঞাপন

সম্ভাব্য একাদশ বাংলাদেশের

মমিনুল হক, লিটন দাস (উইকেট রক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মিরাজ ও মোস্তাফিজুর রহমান।

সম্ভাব্য আফগান একাদশ

আজগার আফগান, মোহাম্মদ নবী, মোহাম্মদ শেহজাদ, আফতাব আলম, গুলবাদিন নইব, হাসমাতুল্লাহ শাহিদী, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, ইহসানুল্লাহ জানাত, রশীদ খান ও মুজিব উর রহমান।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর