এগিয়েছে বাংলাদেশ, শীর্ষে বেলজিয়াম-ফ্রান্স, ১০-এ নেই আর্জেন্টিনা
২০ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৬ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ২০:১৭
।। স্পোর্টস ডেস্ক ।।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সবশেষ প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষে উঠেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান নিয়ে শেষ করা বেলজিয়াম। রোমেলু লুকাকু, এডেন হ্যাজার্ড, থিবাউট কোরতোইস, কেভিন ডি ব্রুইনদের দলটি একধাপ এগিয়ে এক নম্বরে অবস্থান নিয়েছে। যৌথভাবে শীর্ষে উঠেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।
এদিকে, একধাপ এগিয়েছে লাল-সবুজের বাংলাদেশ। সম্প্রতি সাফ গেমসে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশ রয়েছে ১৯৩তম স্থানে। মামুনুল-জামাল ভূঁইয়াদের অর্জিত পয়েন্ট ৯০৭। আগের পয়েন্ট ছিল ৯০৪।
শীর্ষে থাকা বেলজিয়ামের পয়েন্ট ১৭২৯.২৫ আর যৌথভাবে শীর্ষে আসা ফ্রান্সের পয়েন্ট ১৭২৯.১২। ফিফা র্যাংকিংয়ের ২৫ বছরের ইতিহাসে এর আগে কখনোই যৌথভাবে শীর্ষে ওঠেনি দুটি দল।
প্রকাশিত র্যাংকিংয়ে তিন থেকে নয় নম্বরে রয়েছে যথাক্রমে ব্রাজিল, ক্রোয়েশিয়া, উরুগুয়ে, ইংল্যান্ড, পর্তুগাল, সুইজারল্যান্ড এবং স্পেন। এই দলগুলো আগের অবস্থানেই রয়েছে। তবে, শীর্ষ দশে জায়গা করে নেওয়া ডেনমার্ক একধাপ এগিয়েছে।
মেসি-আগুয়েরোর আর্জেন্টিনা রয়েছে ১১তম স্থানে। ১২ নম্বরে রয়েছে রাশিয়া বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া চিলি। আর ১৩ নম্বরে রয়েছে জার্মানি, তিন ধাপ পিছিয়েছে তারা।
সারাবাংলা/এমআরপি