।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: সৌদি আরবের কাছে হেরে ফাইনালে আশা চূর্ণ হওয়া বাংলাদেশ ভলিবল দল ঘুরে দাঁড়াতে চায়। পদক নিয়েই ফিরতে চায়। প্রথম এশিয়ান ভলিবল চ্যালেঞ্জ কাপে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তারা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে লাল-সবুজরা। জায়গা করে নিতে চায় এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে (এভিসি)।
এর আগে সেমি ফাইনালে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) কলম্বোতে সৌদি আরবের কাছে ৩-১ সেটে হেরে যায় হরষিদ-মিলনরা। শ্রীলঙ্কাও হারে ইরাকের কাছে।
তাই ম্যাচটি গড়াচ্ছে তৃতীয় নির্ধারণী দৌড়ে। বাংলাদেশ সময় দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি সুগাথাদাছা ইনডোর স্টেডিয়ামে।
এর আগে কোয়ার্টার ফাইনালে হংকংকে হারিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক বড় কোনও টুর্নামেন্টের সেমি ফাইনালে পা রেখেছিল আলিপোর শিষ্যরা। এবার জয় নিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করতে চায় তারা।
সারাবাংলা/জেএইচ