Wednesday 15 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিটির সঙ্গে আরও তিন বছরের চুক্তি আগুয়েরোর


২১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯

।। স্পোর্টস ডেস্ক।।
তিন ক্লাবের চুক্তি অনুযায়ী ২০২০ সালেই ইতি টানতে হতো তার। আরও একবছর বাড়িয়ে তিন বছরের চুক্তি বাড়লো সার্জিও আগুয়েরোর। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি তাদের সর্বকালের সবচেয়ে বেশি গোলধারী আগুয়েরো রাখছে ২০২১ সাল পর্যন্ত। তখন তার বয়স হবে ৩৩।

নীলদের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর আগুয়েরো তার জন্মভূমি আর্জেন্টিনায় ফিরে যাবেন। তার শৈশবকালের ক্লাব ইন্ডিপেন্ডিয়ান্তে যোগ দিবেন।

বিজ্ঞাপন

ম্যান সিটি ক্লাবের পরিচালক চুক্তির বিষয়ে খুশি, আমরা খুশি যে আগুয়েরো ক্লাবের সঙ্গে আরও বেশিদিন থাকছেন। ২০১১ সাল থেকে সে আমাদের সঙ্গে আছে। সামনের বছরেও থাকবেন।

এদিকে টুইটারে মেসিও তার বন্ধু আগুয়েরোকে নিয়ে তার সম্পর্কের কথা শেয়ার করেছেন।

ম্যান সিটির জার্সিতে এই আর্জেন্টাইন ২১০ ম্যাচে ১৪৬ টি গোল করেছেন। তার আগে অ্যাথলিটকো মাদ্রিদের হয়ে ১৭৫ ম্যাচে ৭৪ ও ইন্ডিপেন্ডিয়ান্তের হয়ে ৫৪ ম্যাচে ২৩ গাল। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৩৯ বার জালে বল জড়িয়েছেন।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

চোট কাটিয়ে বিপিএলে ফিরছেন সৌম্য
১৫ জানুয়ারি ২০২৫ ১৬:৩১

আরো

সম্পর্কিত খবর