Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেসি কি সর্বকালের সেরা ফ্রি-কিক টেকার?


২১ সেপ্টেম্বর ২০১৮ ১৬:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পোর্টস ডেস্ক।।
এইতো কয়েকদিন আগে উয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচে। ন্যু ক্যাম্পের স্টেডিয়ামে। ফ্রি-কিক থেকে দুর্দান্ত একটি গোল করে দলকে এগিয়ে দিয়েছেন। এমনতো অনেক ফ্রি-কিকই দেন মেসি। তাতে কি?

রহস্যটা অন্য জায়গায়। ফ্রি-কিকের সময় মেসির সামনে যে দেয়াল গড়ে দিয়েছিল ডাচ কোচ মার্ক ভান বোমেল। দেয়ালের নিচে আরও একজনকে রাখা হয়েছিল যাতে মেসি নিচু শট না দিতে পারেন। সেটাকে উপেক্ষা করে খুদে যাদুকর বল জালে জড়াতে ভুললেন না। এর মাধ্যমে লিওনেল মেসি তার ক্যারিয়ারে ৪২ বার ফ্রি-কিক থেকে গোল করলেন। এখনও খেলে যাবেন বার্সা ও আর্জেন্টিনার এই অধিনায়ক।

তাই ঘুরে ফিরে প্রসঙ্গ উঠছে সর্বকালের সেরা ফ্রি-কিক টেকার কি হতে পেরেছেন এলএমটেন?

বিজ্ঞাপন

মেসি ডানে-বামে-উপরে-নিচে সব জায়গা দিয়েই গোল ফ্রি-কিকে গোল পেয়েছেন। যে কোন জায়গা দিয়েই বল জালে জড়িয়েছেন। যদিও এই বদলে যাওয়ার গল্পটা ম্যারাডোনার হাত ধরেই। ২০১০ বিশ্বকাপে যখন ডিয়াগো ম্যারাডোনা আর্জেন্টিনার কোচ। তখন মেসিকে ঠান্ডা মাথায় আরও নিখুত কিভাবে শট নিতে হয় তার কৌশল বাতলে দিয়েছিলেন। তারপরেই প্রেক্ষাপটের পরিবর্তন এসেছে। ফ্রি-কিক থেকে আরও বেশি গোল করেছেন তিনি।

ফুটবল বিশ্ব এমন আরও বিখ্যাত ফুটবলারদের দেখেছে যারা ফ্রি-কিকে মাস্টার ছিল। তাদের মধ্যে কয়েকজন- পেলে, আছুনসাও, রবার্ত বাগ্গিও, আলেসান্দ্রো দে পিয়েরো, আলভারো রিকোবা, রোজারিও সেনি, তিয়েফিলো কিউবিলাস, রিভালদো, মিশেল প্লাতিনি, বার্নার্ড সাস্টার, মিলিংকো পানটিক, ভ্যাসিলি টিসার্টাস, জিনেদিন জিদান ও আরও অনেকে।

রবার্তো কার্লোস:
রিয়াল মাদ্রিদের হয়ে ১১ বছরে ২৫ গোল করেছে ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। ১৯৯৭ সালের পদার্থ বিজ্ঞানে সূত্র হার মানা সেই বিখ্যাত বাকানো শট নিয়েছিলেন ফ্রান্সের বিপক্ষে। সেটা ইতিহাসের পাতায় এখনও অবিনশ্বর।

লিওনেল মেসি:
এই আর্জেন্টাইন তারকা লা লিগা ২৬টি, চ্যাম্পিয়নস লিগে চারটি, কোপা দেলরেতে তিনটি, উয়েফা ‍সুপার কাপে দুইটি ও সুপারকোপাতে একটি গোল করেছেন ফ্রি-কিক থেকে। ফ্রি-কিক থেকে সাকসেস পাওয়ার হার ২২ শতাংশ।

আন্দ্রে পিরলো:
এই ইতালিয়ান ছিলেন ফ্রি-কিক নেয়ার মাস্টার। ৪৩টি গোল তিনি করেছেন ফ্রি-কিক থেকে।

ক্রিস্টিয়ানো রোনালদো:
জুভেন্টাসের পর্তুগিজ তারকা মোট ৫৭ বার বল জালে জড়িয়েছে ফ্রি-কিক থেকে।

ডিয়াগো ম্যারাডোনা:

সর্বকালের সেরা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনার গোল আছে ৬২টি।

ড্যাভিড ব্যাকহাম:
এই ইংলিশ তারকা মোটে ৬৫ গোল করেছেন ফ্রি-কিক থেকে। তাকে ধরা হয় সর্বকালের অন্যতম সেরা ফ্রি-কিক টেকার।

রোনালদিনহো:
এই ব্রাজিলিয়ান তার ছোট্ট ক্যারিয়ারে ৬৬টি ফ্রি-কিক গোল করেছেন।

জুনিনহো:
মোট ৭৬ গোল করেছেন এই ব্রাজিল তারকা।

জিকো:
ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করেছেন ব্রাজিলের জিকো। ১০১ বার বল জালে জড়িয়েছেন তিনি। ফ্লামেঙ্গোর হয়ে ৬২টি, উদিনাসের হয়ে ১৭, কাশিমার হয়ে ১৫ এবং ব্রাজিলের হয়ে সাতটি গোল করেছেন তিনি।

কি মনে হয়? মেসি কি পারবে তাদের পেরিয়ে যেতে?

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর