সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে শীর্ষে মেয়েরা
২১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:২৮
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
লেবানন-বাহরাইনকে গোল বন্যায় ভাসিয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৬-১ গোলে উড়িয়ে দিলো বাংলাদেশের মেয়েরা। অন্যদিকে এএফসি ফুটবলের বাছাইপর্বে লাল-সবুজদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ভিয়েতনামও উড়িয়ে দিয়েছে লেবাননকে। স্বস্থির জয়ে একটু অস্বস্তির সূর কি পাওয়া যায় তাহলে?
প্রথম দুই ম্যাচে ১৮ গোল নিয়ে সমানভাবে এগিয়ে ছিল বাংলাদেশ ও ভিয়েতনাম। শুক্রবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিয়েতনাম যখন লেবাননকে ৭-০ গোল ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছে, তখন গোল ব্যবধান বাড়ানোর দিকেই নজর ছিল বাংলাদেশের মেয়েদের। কার্ড সমস্যায় অধিনায়ক মারিয়া মান্ডাকে বিশ্রামে রেখে দলকে নামিয়ে দেয় কোচ গোলাম রব্বানি ছোটন।
মান্ডাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাতকে ৬-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মেয়েরা। তবে, তিন ম্যাচে গোলব্যবধানে পিছিয়ে গেলো ছোটনের শিষ্যরা।
এর আগে বাংলাদেশ এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের প্রথম ম্যাচে বাহরাইনের বিপক্ষে ১০ গোল এবং পরের খেলায় লেবাননের বিপক্ষে ৮ গোলের জয় পেয়েছে।
ম্যাচের শুরুতেই গোলের মুখ দেখে বাংলাদেশ। ৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লাল-সবুজদের এগিয়ে নেন ডিফেন্ডার শামসুন্নাহার। তারপরের গোলটি পেতে অবশ্য আরও ২০ মিনিট অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশের। আঁখি খাতুনের চিপ থেকে হেড দিয়ে দুর্দান্ত গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আনুচিং মগিনি।
৩৬ মিনিটে দুর্দান্ত বাইসাইকেল কিকে ব্যবধান ৩-০ করেন মগিনি। নিজের দ্বিতীয় গোলটি করেন এই অসাধারণ গোলের মাধ্যমে। তার চার মিনিট পরেই দলের নাম্বার সেভেন মণিকা চাকমার নিঁখুত গোল। ডি-বক্সের ভেতর গতির শটে বল জড়ান তিনি (৪-০)।
প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধেও আরব আমিরাতকে চেপে ধরে গোল আদায় করেছে মেয়েরা। ৪৭ মিনিটে কর্নার থেকে মণিকার পাস রক্ষণভাগের ভুলে আত্মঘাতী গোলে আবার পিছিয়ে যায় আরব-আমিরাত (৫-০)। ৭৮ মিনিটে আনাই মগিনির মাপা শট একেবারের বারের কোণা দিয়ে জায়গা করে নেয় জালে (৬-০)।
গ্রুপ সেরার অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামেরও মোট গোলসংখ্যা ২৫। বাংলাদেশও ২৫ গোল করেছে তিন ম্যাচ থেকে। সমান তিন জয় নিয়ে এফ গ্রুপের পয়েন্ট টেবিলে শীর্ষে ভিয়েতনাম ও বাংলাদেশ।
বাংলাদেশের শেষ ও গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলবে ২৩ সেপ্টেম্বর ভিয়েতনামের বিপক্ষে। একই ভেন্যুতে, বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জেএইচ/এমআরপি