Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় সুযোগ কাজে লাগাতে পারলেন না আশরাফুল


২১ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্টাফ করেসপন্ডেন্ট ।।

বাজে আউটফিল্ডের কারণে প্রথম দুই দিনে খেলা হয়নি সেভাবে। খুলনায় এইচপির বিসিবি লাল ও সবুজ দলের মধ্যে ম্যাচের তৃতীয় দিনে খেলা হলো ৪৭ ওভার। ব্যাটিং করতে নেমে বিসিবি লাল দল ৪৭ ওভারে ৪ উইকেটে করেছে ১৬৩ রান। ৬৩ রান করে অপরাজিত আছেন মার্শাল আইয়ুব। মোহাম্মদ আশরাফুল আউট হয়ে গেছেন ১ রানে।

নুরুল হাসান সোহানের সেঞ্চুরির পর দ্বিতীয় দিন শেষে মাঠে নামেনি বিসিবি সবুজ দল। লাল দলের দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার শুরুতে ৪৬ রান যোগ করেছিলেন। এর পরেই তাইজুলের বলে আউট হয়ে যান সাইফ হাসান, ২৪ রান করে। খানিক পরেই খালেদ আহমেদের বলে ৮ রান করে আউট হয়ে যান আল আমিন জুনিয়র, ৬০ রানে দ্বিতীয় উইকেট হারায় লাল দল। এরপর সৌম্য সরকার ও মার্শাল আইয়ুব মিলে হাল ধরেন। তৃতীয় উইকেটে দুজন মিলে যোগ করেন ৭১ রান। ৪৮ রানে সৌম্যকে আউট করে জুটিটা ভাঙেন এবাদত হোসেন।

বিজ্ঞাপন

পাঁচ নম্বরে নেমে মোহাম্মদ আশরাফুল সুযোগটা কাজে লাগাতে পারেননি, ১ রান করেই তাইজুলের বলে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে।

এরপর মার্শাল আইয়ুব ও আফিফ হোসেন আর কোনো বিপদ হতে দেননি। দিন শেষে ৮২ বলে ৬৩ রান করে অপরাজিত আছেন মার্শাল, ১৫ রানে অপরাজিত ছিলেন আফিফ।

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর