ব্রাজিলের স্কোয়াডে নেইমার-কুতিনহোর সঙ্গী জেসুস
২২ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০৫
।। স্পোর্টস ডেস্ক ।।
বিশ্বকাপের পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের আগের দুই ম্যাচে দলে ছিলেন না ম্যানচেস্টার সিটির তারকা গ্যাব্রিয়েল জেসুসের। ব্রাজিল এবার মুখোমুখি হবে স্বাগতিক সৌদি আরব এবং আর্জেন্টিনার। এই দুই ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ তিতে স্কোয়াড ঘোষণা করেছেন। সেখানে আবারো ডাকা হয়েছে জেসুসকে।
বিশ্বকাপের পর ব্রাজিল খেলেছিল আমেরিকা এবং এল সালভাদরের বিপক্ষে। সেই দুই ম্যাচেই ছিলেন না জেসুস। তিতের স্কোয়াডে জায়গা পেয়েছেন চার নতুন মুখ। ডিফেন্ডার পাবলো, মিডফিল্ডার ওয়ালেস, স্ট্রাইকার ম্যালকমের সঙ্গে তিতের স্কোয়াডে নতুন মুখ অনূর্ধ্ব-২১ দলের গোলরক্ষক ফেলিপে।
আগামী ১২ অক্টোবর সৌদি আরবের বিপক্ষে খেলবে ব্রাজিল। এরপর ১৬ অক্টোবর সৌদির মাঠেই ব্রাজিলিয়ানদের মুখোমুখি হতে হবে আর্জেন্টিনার বিপক্ষে।
ব্রাজিল স্কোয়াড:
গোলরক্ষক: আলিসন, এডারসন এবং ফেলিপে।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, মিলিতাও, ফ্যাবিনহো, মারকুইনহোস, মার্সেলো, মিরান্ডা, পাবলো।
মিডফিল্ডার: আর্থার, ক্যাসেমিরো, ফ্রেড, কুতিনহো, রেনাতো আগুস্তো, ওয়ালেস।
স্ট্রাইকার: এভারটন, রবার্তো ফিরমিনো, জেসুস, ম্যালকম, নেইমার, রিচারলিসন।
সারাবাংলা/এমআরপি