Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়ান ‘হাইপ্রফাইল’ কোচের সন্ধানে বিসিবি


২৯ নভেম্বর ২০১৭ ১২:৪৯

সারাবাংলা প্রতিবেদক
কোচ থাকা নিয়ে অনাপত্তির বিষয়ে সমাধা আনতে চন্ডিকা হাথুরুসিংহে যে দেশে আসছেন না তা শ্রীলঙ্কার চিঠির বদৌলতে ঠাওর করা যায়। তবে থেমে নেই বাংলাদেশের ক্রিকেট বোর্ডও (বিসিবি)। ইতোমধ্যে কিছু ‘হাইপ্রফাইল’ কোচের সিভি পর্যবেক্ষণ-বিশ্লেষণে নেমে গেছে বিসিবি।

তবে, এশিয়ার কোনো একজনকে মাশরাফি-সাকিবদের কোচ হিসেবে খুঁজছেন বোর্ড কর্মকর্তারা। কোচ হিসেবে ‘এশিয়ান’কে পছন্দ বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান, ‘সবকিছু বিবেচনায় রেখে আমরা চেষ্টা করছি এশিয়ার কাউকে নেয়ার। এশিয়ার হলে ভালো।’

তবে বিদেশি কোচ নিয়োগের আগে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে যে নিয়োগ দেয়া হচ্ছে তা মোটামুটি নিশ্চিত। শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকী। চলতি বিপিএল আসরের পর আসবে আনুষ্ঠানিক ঘোষণা। তিনি বলেন, ‘ইলেকশনের পর সবাই বিপিএল নিয়ে ব্যস্ত আছে। বিপিএলের সপ্তাহ খানেক পরই বোর্ড মিটিংয়ের মাধ্যমে আমরা জানিয়ে দিবো কে হচ্ছেন কোচ।’

কোচের বিদায়ের পর কোনও স্টাফ পরিবর্তন করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এটা ডিপেন্ড করে আসলে কোচের পছন্দ-অপছন্দ। আমরা কোচের সিদ্ধান্তকে গুরুত্ব দিবো। কোচ তার কোচিংয়ের জন্য যদি স্টাফদের পরিবর্তন চায় সেটাও হতে পারে। সবমিলে আমরা চাই দেশ এগিয়ে যাক।’

তবে ‘হাইপ্রফাইল’ বলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, ‘যাদের কোচিং অভিজ্ঞতা ভালো আমরা হাইপ্রফাইল হিসেবে তাকেই পছন্দ করবো। কোনও বড় নাম না হলেও তার যদি কোচিং অভিজ্ঞতাকে গুরুত্ব দেয়া হবে।’

বিপিএল আসর শেষ হবে সামনের মাসের ১২ তারিখ। তার এক সপ্তাহ পর বোর্ড মিটিংয়ের মাধ্যমে আপাতত অন্তর্বর্তীকালীন কোচের ঘোষণা আসছে। তারপরে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রি-দেশীয় সিরিজ হবে। এরপর হয়তো জাতীয় দলের কোচ নিয়ে ঘোষণা আসতে পারে বিসিবি থেকে এমনটাই ধারণা করা যাচ্ছে।

জেএইচ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর