Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ভারত


২৩ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১১ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৫১

।। স্পোর্টস ডেস্ক ।।

 ভারত: ২৩৮/১, ওভার ৩৯.৩ (টার্গেট ২৩৮)

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। রোববার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের দেয়া ২৩৮ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৯.৩ ওভারেই সহজ জয় তুলে নেন ভারত। এই ম্যাচ জিতে আসরের ফাইনালে পৌঁছে গেছে গতবারের চ্যাম্পিয়নরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান তোলে পাকিস্তান। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের ধবলধোলাই করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। দু’জনের জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে গেছে ভারত। তবে দু’জনের ওপেনিং জুটি ভাঙে দলীয় ২১০ রানে। শোয়েব মালিকের করা ৩৪তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ১১৪ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান। ক্যারিয়ারে এটি তার অষ্টম শতক।

এরপর রোহিতের সঙ্গে ব্যাটিংয়ে আসেন আম্বাতি রাউডু। শোয়েব মালিকের করা ৩৬তম ওভারের দ্বিতীয় বলে ক্যারিয়ারের ১৯তম শতক তুলে নেন রোহিত। এরপর ৬৩ বল হাতে রেখে রোহিত ১১১ এবং রাইডু ১২ রানে অপরাজিত থেকে জয় তুলে মাঠ ছাড়েন।

এর আগে শুরুতে ব্যাট করতে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারায় পাকিস্তান। এরপর সরফরাজ আহমেদের সঙ্গে দলের হাল ধরেন শোয়েব মালিক। দু’জন মিলে ১০৭ রানের জুটি গড়েন। দলীয় ৬৫ রানে এই জুটিতে আঘাত হানেন কুলদীপ যাদব। তার করা ৩৯তম ওভারের শেষ বলে রোহিত শর্মার হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৪ রানে ফেরেন সরফরাজ (১৬৫/৪)। ৪৪তম ওভারের চতুর্থ বলে পঞ্চম উইকেট হারায় পাকিস্তান। দলীয় ২০৩ রানে জাসপ্রিত বুমরাহ’র বলে উইকেটরক্ষক ধোনি হাতে ক্যাচ দিয়ে ফিরে যান শোয়েব মালিক (৭৮)।

বিজ্ঞাপন

এরপর ৪৫ ওভারের শেষ বলে ব্যক্তিগত ৩০ রানে আসিফ আলীকে বোল্ড করে ফেরান চাহাল (২১১/৬)। আর তাতেই ওয়ানডে ক্যারিয়ারে ৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন ভারতীয় এই স্পিনার। এরপর বুমরাহ’র করা শেষ ওভারের তৃতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ১০ রান করা শাদাব খান (২৩৪/৭)। শেষদিকে মোহাম্মদ নেওয়াজ (১৫) এবং হাসান আলী (২) অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ভারতের জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল ও কূলদীপ যাদভ ২টি করে উইকেট নেন।

এর আগে সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। অন্যদিকে, আফগানিস্তানের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে পাকিস্তান।

ম্যাচে কোনো পরিবর্তন আনেনি ভারত। অন্যদিকে, এই ম্যাচে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ আমির ও শাদাব খান। একাদশে নেই হারিস সোহেল ও উসমান খান।

ভারতের একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, আম্বাতি রাইডু, দিনেশ কার্তিক, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, যুভেন্দ্র চাহাল।

পাকিস্তানের একাদশ:

ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলী, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহীন আফ্রিদি, হাসান আলী, মোহাম্মদ আমির।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর