Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ম্যাথিউসের জায়গায় অধিনায়ক চান্দিমাল


২৪ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৮

।। স্পোর্টস ডেস্ক ।।

এশিয়া কাপের বাংলাদেশ ও আফগানিস্তানের বিপক্ষে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। এরপর থেকেই প্রশ্ন উঠেছে অ্যাঞ্জালো ম্যাথিউসের অধিনায়কত্ব নিয়ে। সামনেই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে লঙ্কানরা। আর এ কারণেই আসন্ন সিরিজের জন্য অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে উইকেটরক্ষক দিনেশ চান্দিমালের হাতে।

টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে আছেন চান্দিমাল। রোববার (২৩ সেপ্টেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের নির্বাচকরা জানিয়েছেন এবার ওয়ানডেতেও দলের দায়িত্ব থাকছে ডানহাতি এই ব্যাটসম্যানের হাতে ওপর।

অ্যাঞ্জালো ম্যাথিউস

অন্যদিকে, ২০১৩ সালে ওয়ানডেতে দলের দায়িত্ব নিয়ে ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খারাপ পারফরম্যান্সের কারণে দলের দায়িত্ব ছাড়েন ম্যাথিউস। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে আবারো অধিনায়কের দায়িত্ব পান তিনি। তবে এরপর তার অধিনায়কত্বে থাকা  ৮টি ওয়ানডেতে মাত্র ২টিতে জিতেছে লঙ্কানরা।

দলের এমন পারফরম্যান্সের পর নিজেই দোষ মাথা পেতে নিয়েছেন ম্যাথিউস, তবে সব দোষ একার ওপর চাপিয়ে দেয়াটা মেনে নিতে পারেননি তিনি, ‘আমার দোষ মেনে নিচ্ছি। কিন্তু একটা বিষয় মাথায় রাখা উচিৎ, সব সিদ্ধান্তই নেয়া হয় নির্বাচক ও কোচের সঙ্গে আলোচনা করে। যদি নির্বাচকরা মনে করেন, আমি ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য আনফিট, তাহলে আমি অবসরের কথা ভাববো। আমি কখনই দলের বোঝা হতে চাই না।’

আগামী ১০ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে শ্রীলঙ্কা।

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন

অ্যাঞ্জালো ম্যাথিউস ওয়ানডে দিনেশ চান্দিমাল শ্রীলঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর