Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যেভাবে গরম আর চোট জয় করলেন মোস্তাফিজ


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫০

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

প্রচন্ড গরমে ত্রাহি দশা সবার। এর মধ্যে শিশিরের জন্য বল গ্রিপও করা যাচ্ছিল না ঠিকমতো। মোস্তাফিজুর রহমানের এর মধ্যে হয়ে গেল ক্র্যাম্প। পায়ে সমস্যা হওয়ায় দৌড়াতেও পারছিলেন না ঠিকমতো। কিন্তু এসব কিছু নিয়েই বলতে গেলে প্রায় অসাধ্যই সাধন করলেন। শেষ ওভারে যখন আফগানিস্তানের দরকার মাত্র ৮ রান, সেখান থেকে মোস্তাফিজ চার রান দিয়ে দলকে এনে দিলেন অবিস্মরণীয় এক জয়।

বিজ্ঞাপন

কাল ম্যাচের পরদিন সেই জয়ের গল্পটা মোস্তাফিজ শুনিয়েছেন দুবাইতে। টিভিতেই দেখা যাচ্ছিল, শেষ স্পেল করার সময় রান আপ কমিয়ে ফেলেছিলেন ফিজ। গতিও স্বাভাবিকের চেয়ে কমে গিয়েছিল বেশ কিছুটা। মোস্তাফিজ নিজেই বললেন, ‘ভাই (মাশরাফি) আমাকে একটা কথা বলছিল যে, ‘তোর বোলিং করা লাগবেই’। মাঝখানে ৩ ওভার বোলিংয়ের সময় ভাইকে বলেছি যে পায়ে টান লাগছে। ভাই তখন বলেছেন যে ‘তুই রেস্ট নে। শেষে করবি আবার।’ আমি বলছি যে, ‘ভাই ঠিক আছে, যেভাবে পারি করবো।’

কিন্তু শেষ ওভারে যখন বল করতে গেলেন তখনও নিজে আত্মবিশ্বাসী ছিলেন? মোস্তাফিজ মনে করিয়ে দিলেন, শেষ ওভারে ২০ রানের নিচে কিছুই নিরাপদ নয়, ‘শেষ ওভারে কুড়ির ওপরে থাকলে ঠিক আছে। কিন্তু ২০ পর্যন্ত থাকলে কোনো গ্যারান্টি নেই। যে কোনো মুহূর্তে নিতে পারে। আমার চেষ্টা ছিল, নিজের ওপর বিশ্বাস ছিল। আর ভালো সময় গেছে। এই আর কী। এখানে অনেক অভিজ্ঞ বোলাররাও শেষ ওভারে ৮-১০ রান দিয়েই দেয়। এটা কপালের কাছে!’

শেষ ওভারে যাওয়ার পর শেষ বলেও ছিল চাপ। একটা চার মারলেই জিতে যাবে আফগানিস্তান, স্ট্রাইকে সামিউল্লাহ শেনোয়ারি বাউন্ডারি মেরেছেনও। মোস্তাফিজ বললেন, ওই সময় অধিনায়কসহ সিনিয়ররা তার ওপরেই ছেড়ে দিয়েছিলেন সবকিছু, ‘ভাই (মাশরাফি) আমাকে বলেছে, তুই যেটা ভালো মনে করিস সেটা কর। আমি জাতীয় দলে খেললে সব সময় সিনিয়রদের দেখি। কি করলে, কোনটা নিলে, কোন জায়গায় ফিল্ডার নিলে ভালো হয়। আমি বলেছিলাম। ভাইরা বলেছিল, এটাই ঠিক আছে।’

বিজ্ঞাপন

মোস্তাফিজ চেয়েছিলেন, একটু সামনে বল দিতে, ‘একটু সামনে করলে নাগালের বাইরে থাকে। পেছনে করলে, টানলেও পেছনের দিক থেকে বাদ দিলে মাঠ অনেক বড় ছিল। ছয় হলে হলো, কিন্তু চার যেন না হয়।’

মোস্তাফিজ ক্যারিয়ারে শেষ ওভারে বল করতে এখন অনেকটাই অভ্যস্ত। তারপরও এবার যখন শেষ ওভারে বল হাতে পেলেন, পরিস্থিতিটা ছিল অন্যরকম। ফিজ বললেন, মাশরাফি বিন মুর্তজা তার কাছে জয় চেয়েছিলেন, ‘শেষ ওভারে যথন ৮ রান বাকি ছিল, মাশরাফি ভাই এটাই বলছিল যে, ‘আমরা অনেকবার ৮-৯ রান করতে গিয়ে হেরেছি। আজকে তুই জিতিয়ে দে।’ ভাই বলার সময় ভালো লাগছিল। পারতেছিলাম না (ক্র্যাম্প নিয়ে) শরীর নিয়ে, তবুও চেষ্টা করলাম যে কপালে থাকলে হবে। পাশে অপু ভাই ছিল, ভাইও বলছিল যে পারবি। আমি বললাম যে, ‘কপালে থাকলে হবে, না হলে নাই।’

শেষ পর্যন্ত সেটা হয়েছে, বাংলাদেশ পেয়েছে অনেক দিন মনে রাখার মতো এক জয়। তার চেয়েও বড় কথা, বেঁচে আছে এশিয়া কাপের আশা।

সারাবাংলা/এএম/এসএন

এশিয়া কাপ বাংলাদেশ মোস্তাফিজুর রহমান

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর