Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট থেকে যাত্রা শুরু বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের


২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৮:৫৩

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

সিলেটে আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। ছয় দলের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য এবং প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সভায় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন আহমেদ সেলিম ছাড়াও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

এর আগে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ট্রফি। পঞ্চম আসরে ছয় জাতির এই লড়াইয়ে অংশ নেবে আয়োজক বাংলাদেশ। সে সময় বাফুফে সভাপতি জানিয়েছেন, ১২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে উপস্থিত থাকতে মৌখিক সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এবারের বঙ্গবন্ধু গোল্ডকাপের ভেন্যু তিনটি। ঢাকা ছাড়ও ম্যাচ হবে সিলেট এবং কক্সবাজারে। সিলেটে গ্রুপ পর্ব, কক্সবাজারে দুটি সেমিফাইনাল আর ঢাকায় হবে ফাইনাল ম্যাচ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ফিলিপাইন ও লাওস। সিলেট জেলা স্টেডিয়ামে বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। ‘এ’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন নেপাল, তাজিকিস্তান ও ফিলিস্তিন।

১ থেকে ৬ অক্টোবর সিলেটে গ্রুপ পর্বের খেলা হবে। ৯ ও ১০ অক্টোবর কক্সবাজারে হবে দুটি সেমিফাইনাল। ১২ অক্টোবর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনাল।

গ্রপ পর্বের সূচি
১ অক্টোবর: বাংলাদেশ-লাওস ( সন্ধ্যা ৬.৩০ মিনিট)
২ অক্টোবর: নেপাল-তাজিকিস্তান (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
৩ অক্টোবর: লাওস-ফিলিপাইন (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
৪ অক্টোবর: তাজিকিস্তান-ফিলিস্তিন (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
৫ অক্টোবর: বাংলাদেশ-ফিলিপাইন (সন্ধ্যা ৬.৩০ মিনিট)
৬ অক্টোবর: ফিলিস্তিন-নেপাল (সন্ধ্যা ৬.৩০ মিনিট)

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর