Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ শেষ সাকিবের, দেশে ফিরছেন আজ


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২০:১২

।। স্পেশাল করেসপন্ডেন্ট।।

এশিয়া কাপ শেষই হয়ে গেল সাকিব আল হাসানের। আঙুলের চোটে আজ নামতে পারেননি পাকিস্তানের সঙ্গে বাঁচামরার ম্যাচে। বিসিবির সূত্র থেকে জানা গেছে, আজই দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে রাত ১১টায় তার দেশে পৌঁছানোর কথা। কখন অস্ত্রোপচার করাবেন সেটা খুব শিগগিরই জানা যাবে।

এই বছরের শুরুতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে যে চোট পেয়েছিলেন, সেটা থেকে সাকিব এখনও সেরে উঠতে পারেননি পুরোপুরি। ওয়েস্ট ইন্ডিজ সফরেও চোট নিয়ে খেলেছিলেন, এর পরেই বলেছিলেন যত দ্রুত সম্ভব অস্ত্রোপচার করাতে চান। এরপর অবশ্য এশিয়া কাপের পরেই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন।

কিন্তু এই ম্যাচের আগে পুরনো চোটটাই কাল হলো সাকিবের জন্য। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) এতোটাই ব্যথা বেড়ে গিয়েছিল, ব্যাটই ধরতে পারছিলেন না। বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ বলেছেন, ‘সাকিবের আঙুলে লিকুইড অনেক বেড়ে গেছে। ব্যাট ধরতে পারছে না সে। পরীক্ষা নিরীক্ষার ফল ভালো না আসায় ওকে আজ নামানো হয়নি।’

শেষ পর্যন্ত আর এশিয়া কাপেই খেলা হচ্ছে না তার। বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ফাইনালে উঠলেও বাংলাদেশকে নামতে হবে সাকিবকে ছাড়াই।

সারাবাংলা/এএম/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর