Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুটান পৌঁছেছে মারিয়া-সানজিদারা


২৬ সেপ্টেম্বর ২০১৮ ২১:৩৭

।। স্পোর্টস ডেস্ক ।।

২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত ভুটানে অনুষ্ঠিত হবে সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। যেখানে ছয়টি দেশ দুই গ্রুপে ভাগ হয়ে শিরোপার জন্য লড়বে। এই টুর্নামেন্টে অংশ নিতে বুধবার (২৬ সেপ্টেম্বর) ভুটান পৌঁছেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল দল। ২৩ সদস্যের বাংলাদেশ দলের সবাই সুস্থ আছেন বলে জানানো হয়েছে।

ভুটান যাওয়ার আগে সাফের ফাইনালে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের কোচ গোলাম রাব্বানী ছোটন ও অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি।

সাফ অনূর্ধ্ব-১৮ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে মৌসুমি-মারিয়াদের প্রতিপক্ষ নেপাল ও পাকিস্তান। ২৮ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরু হলেও ৩০ সেপ্টেম্বর বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে। এদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। ২ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ খেলবে নেপালের বিপক্ষে।

৫ অক্টোবর হবে দুটি সেমিফাইনাল। আর ৭ অক্টোবর হবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ ও ফাইনাল। ‘এ’ গ্রুপে রয়েছে ভারত, স্বাগতিক ভুটান ও মালদ্বীপ। শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে তারা নিজেদের সরিয়ে নেয়।

২৩ সদস্যের বাংলাদেশ দল:
মাহমুদা আক্তার, রূপনা চাকমা, রুকসানা বেগম, মাসুরা পারভীন, শিউলি আজিম, আঁখি খাতুন, সাজেদা খাতুন, শামসুন্নাহার, আনাই মোগিনি, নাজমা, রিতুপর্না চাকমা, নিলুফা ইয়াসমিন নীলা, মারিয়া মান্ডা, মিসরাত জাহান মৌসুমি (অধিনায়ক), ইসরাত জাহান রত্না, মনিকা চাকমা, মার্জিয়া, সানজিদা আক্তার, তহুরা খাতুন, সিরাত জাহান স্বপ্না, শ্রীমতি কৃষ্ণারাণী সরকার, রাজিয়া খাতুন ও অনুচিং মোগিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর