Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোহলি-রানাতুঙ্গাকে টপকে যাবার অপেক্ষায় মুশফিক


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:০১

।। স্পোর্টস ডেস্ক ।।

৯৯ রানে প্রথম বাংলাদেশি আর এশিয়া কাপের প্রথম ব্যাটসম্যান হিসেবে আউট হন মুশফিকুর রহিম। হয়তো অনেকেই এরই মধ্যে জেনে গেছেন, সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে এক রানের আক্ষেপ থাকলেও মুশফিক দারুণ এক রেকর্ডের শীর্ষ দশে চলে এসেছেন। এশিয়া কাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় মুশি আট নম্বরে অবস্থান করছেন।

এশিয়া কাপের আসরে ২৫ ম্যাচ খেলে শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া করেছেন সর্বোচ্চ ১২২০ রান। শীর্ষ দশে থাকা ব্যাটসম্যানদের মধ্যে এই আসরে খেলেছেন মাত্র তিনজন। মুশফিকের পেছনে আছেন মহেন্দ্র সিং ধোনি। পাকিস্তানের শোয়েব মালিকের এই আসর শেষ হয়ে গেছে। তিনি অবস্থান করছেন চার নম্বরে।

জয়সুরিয়ার পরের স্থানে থাকা আরেক লঙ্কান গ্রেট কুমার সাঙ্গাকারা ২৪ ম্যাচে করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১০৭৫ রান। ভারতের শচীন টেন্ডুলকার তৃতীয় সর্বোচ্চ ৯৭১ রান করেন। চারে থাকা শোয়েব মালিক করেছেন ৯০৭ রান। ভারতের রোহিত শর্মা ৮৩৫ রান করে তালিকায় পাঁচ নম্বরে। আরেক ভারতীয় বিরাট কোহলি ৭৬৬ রান করে এই তালিকায় ছয় নম্বরে। সাতে আছেন লঙ্কান আরেক তারকা অর্জুনা রানাতুঙ্গা, তার রান ৭৪১।

ভারতের বিপক্ষে ফাইনালে নামার মধ্যদিয়ে কোহলি-রানাতুঙ্গাকে টপকে যাবার সুযোগ থাকছে মুশফিকের। মিস্টার ডিপেন্ডেবল ২৫ ম্যাচে করেছেন ৭৩৪ রান, সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় অবস্থান আট নম্বরে। এরই মধ্যে টপকে গেছেন মাহেলা জয়াবর্ধনে (৬৭৪), মহেন্দ্র সিং ধোনি (৬৫৪), ডি সিলভা (৬৪৫) আর মারভান আতাপাত্তু (৬৪২)।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর