Friday 09 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেই আফ্রিদিই অভিনন্দন জানালেন বাংলাদেশকে


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:২৮

।। স্পোর্টস ডেস্ক ।।

নিজের বিশ্বাস ছড়িয়ে দিয়েছিলেন গণমাধ্যমে। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের মাঠে নামার আগে দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি বলেছিলেন, তার দেশ হারিয়ে দেবে বাংলাদেশকে। খেলবে ফাইনালে ভারতের বিপক্ষে। সেই আফ্রিদিই এবার বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা জানালেন সামাজিক যোগাযোগমাধ্যমে। নিজের দেশকেই করলেন কটাক্ষ।

ভারতের বিপক্ষে গ্রুপপর্ব আর সুপার ফোরের ম্যাচে পর পর হারায় সমালোচনার মুখে পড়েছিল পাকিস্তান। বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে দলের পাশে দাঁড়িয়েছিলেন আফ্রিদি। এমনকি পাকিস্তান কোচ মিকি আর্থারও আগাম জানিয়েছিলেন, টানা দুই ম্যাচ হারার প্রতিশোধ নিতে ভারতের বিপক্ষে ফাইনালে খেলবে পাকিস্তান। সেই পাকিস্তান এখন টুর্নামেন্টের দর্শক। ফাইনালের মহারণে নামবে বাংলাদেশ-ভারত।

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। এশিয়া কাপে ভারতের বিপক্ষে টানা দুই ম্যাচ হারলেও আফ্রিদি এতোটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, বাংলাদেশের বিপক্ষে নিজ দেশকে আগাম জিতিয়ে দিয়েছিলেন। গণমাধ্যমে তিনি বলেছিলেন, সুপার ফোরের সবশেষ ম্যাচে বাংলাদেশকে হারাবে আমার দেশ। আমি মনে করি, পাকিস্তান দল কেবল আজ (পড়ুন গতকাল) বাংলাদেশকেই হারাবে না, তারা এশিয়া কাপও জিতবে। দলের খেলোয়াড়দের প্রতি আমার যথেষ্ট আস্থা আছে।

তিনি আরও বলেছিলেন, পাকিস্তানের এই দলটিই গত ১২ মাস দারুণ ক্রিকেট খেলেছে। এই দলের প্রত্যেক খেলোয়াড়ই ভালো। দেশের মানুষকে তারা অসাধারণ কিছু জয় উপহার দিয়েছে। অধিনায়ক হিসেবে সরফরাজ আহমেদও দুর্দান্ত। আমার মনে হয়, এই সময়ে পাকিস্তান দলকে ঘিরে দেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। খারাপ সময়ে দলের সঙ্গে থেকে দলকে সর্বাত্মক সমর্থন জোগানোটা খুবই জরুরি।

বিজ্ঞাপন

২৪ ঘণ্টা না পেরুতেই মুদ্রার উল্টো পিঠ দেখিয়ে দিলেন আফ্রিদি। বাংলাদেশের বিপক্ষে পরাজয়ের পর টুইট বার্তায় তিনি টাইগারদের শুভেচ্ছা জানান, নিজ দেশের খেলোয়াড়দের সামর্থ্য নিয়েও মন্তব্য করেছেন। আফ্রিদি টুইটারে লিখেছেন, বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি। পাকিস্তানের পুরো পারফরম্যান্সে আমি হতাশ। সব বিভাগেই মাঠে আক্রমণাত্মক খেলার অভাব ছিল। টুর্নামেন্টে তরুণ খেলোয়াড়রা বেশ ভালো করেছে, এখন তাদের কাছে আরও বেশি কিছু পাওয়ার আশা করি। এই দলটিকে কামব্যাক করতে হলে নিজেদের অনুশীলনের আরও প্রয়োজন আছে বলে মনে করি।

আফ্রিদির নেতৃত্বে থাকা পাকিস্তানের বিপক্ষে গত এশিয়া কাপের আসরেও জিতেছিল বাংলাদেশ। সেই জয়ে ফাইনালের টিকিট কেটেছিল টাইগাররা। এবারো পাকিস্তানকে হটিয়ে দিয়ে ফাইনালে লাল-সবুজরা। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর