Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার জ্বালা মেটাতে পারবে টাইগাররা?


২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৩৯

।। স্পোর্টস ডেস্ক ।।

পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে আবারো এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। গত এশিয়া কাপেও টিম ইন্ডিয়ার বিপক্ষে ফাইনালে নেমেছিল লাল-সবুজরা। এ নিয়ে চার আসরের তিনটিতেই বাংলাদেশ ফাইনালে উঠলো।

২০১২, ২০১৪ আর ২০১৬ সালের এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। ২০১২ সালের এশিয়া কাপে প্রথমবার ফাইনালে উঠে টাইগাররা। শিরোপা নির্ধারণী ম্যাচে সেবার পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৩৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানের মাথায়। ২ রানের সেই পরাজয়ে মাঠেই কেঁদেছিলেন সাকিব-মুশফিক-নাসিররা। সেই ছবি এখনও টাইগারপ্রেমীদের হৃদয়ে গাঁথা।

পরেরবার ২০১৪ সালে আবারো আয়োজক হয় বাংলাদেশ। তবে, সেবার ফাইনালের আগেই ছিটকে গিয়েছিল স্বাগতিকরা। ফাইনালে উঠেছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। পাকিস্তানের ছুঁড়ে দেওয়া ২৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানরা ৪৬.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙ্গর করে।

২০১৬ সালে ফের এশিয়া কাপের আয়োজক হয় বাংলাদেশ। সেবার বসেছিল টি-টোয়েন্টির আসর। আবারো ফাইনালে উঠেছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল ভারত। ২০১২ সালের নখ কামড়ানো কষ্ট ভোলার সুযোগ পেয়েছিল টাইগাররা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১২০ রান। জবাবে, ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ভারত জয় তুলে নেয়। আবার সেই ভারতের সামনে বাংলাদেশ। এবার ফরম্যাটটা ৫০ ওভারের। বাংলাদেশ কি পারবে আগের দুই ফাইনালের জ্বালা মেটাতে?

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর