ফাইনালের আগে এগিয়ে যারা
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩১
।। স্পোর্টস ডেস্ক ।।
গতবারের মতো এবারও ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে নামতে হবে বাংলাদেশকে। এই আসরে ব্যক্তিগত রান আর উইকেটের খাতায় উপরের দিকেই রয়েছে টাইগাররা। আছে জুটি গড়ার দিক থেকেও। ফাইনালের পরই নিশ্চিত করা যাবে এই আসরে কে হলেন সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যান আর কে হলেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
দুবাইয়ে বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় ফাইনালের মহারণে নামবে বাংলাদেশ-ভারত।
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় আপাতত শীর্ষে ভারতের ওপেনার শিখর ধাওয়ান। ৪ ম্যাচ খেলে তিনি করেছেন ৩২৭ রান। তাতে দুটি সেঞ্চুরি আছে তার। ১২৭ রানের সর্বোচ্চ ইনিংসও আছে ভারতীয় এই ওপেনারের। তালিকায় দুইয়ে বাংলাদেশের মিডলঅর্ডারের অন্যতম ভরসা মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবল খ্যাত এই বাংলাদেশি রানমেশিনের নামের পাশে এই আসরে জমা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ রান। শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিলেন ১৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস। আর সবশেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৯৯ রান।
ধাওয়ান-মুশফিকের মতো চার ম্যাচ খেলে সর্বোচ্চ রানের তালিকায় তিনে আছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি করেছেন ২৬৯ রান। যেখানে তার নামের পাশে একটি সেঞ্চুরি আর দুটি হাফ-সেঞ্চুরি রয়েছে। চারে আছেন আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ। এই ওপেনার ৫ ম্যাচে একটি সেঞ্চুরি আর একটি হাফ-সেঞ্চুরিতে করেছেন ২৬৮ রান। ৫ ম্যাচে ২৬৩ রান নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন আরেক আফগান হাশমতউল্লাহ শহিদি।
সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় এক নম্বরে আফগানিস্তানের স্পিনার রশিদ খান। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। সেরা বোলিং ফিগার ৩/৪৬। তবে, রশিদ খানকে টপকে যাবার সুযোগ থাকছে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। আফগান স্পিনারের থেকে এক ম্যাচ কম খেলা ফিজ নিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮ উইকেট। সেরা বোলিং ফিগার ৪/৪৩।
এই তালিকায় তিনে আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ভারতীয় এই পেসারের সমান ৭টি করে উইকেট নিয়ে যথাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে আছেন ভারতের স্পিনার রবীন্দ্র জাদেজা, আফগান স্পিনার মুজীব উর রহমান, বাংলাদেশের সাকিব আল হাসান এবং ভারতের স্পিনার কুলদীপ যাদব।
উইকেট অনুযায়ী সর্বোচ্চ জুটির দিক থেকেও বাংলাদেশ রয়েছে পাঁচ জায়গায়। ওপেনিং জুটিতে ভারতের রোহিত শর্মা আর শিখর ধাওয়ান করেছিলেন সর্বোচ্চ ২১০ রান। দ্বিতীয় উইকেট জুটিতে পাকিস্তানের ইমাম উল হক এবং বাবর আজম করেছিলেন ১৫৪ রান। তৃতীয় উইকেট জুটিতে বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন করেছিলেন ১৩১ রান। চতুর্থ উইকেট জুটিতে আবারো বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুনের নাম (১৪৪)। পঞ্চম উইকেট জুটিতে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ এবং গুলবাদিন নাইব করেছিলেন ৫০ রান।
ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের ইমরুল কায়েস এবং মাহমুদুল্লাহ করেছিলেন ১২৮ রান। সপ্তম উইকেট জুটিতে ৪৬ রান করেছিলেন আফগানিস্তানের মোহাম্মদ নবী এবং নাজিবুল্লাহ জাদরান। অষ্টম উইকেট জুটিতে রশিদ খান আর গুলবাদিন নাইব ৯৫ রান তুলে অবিচ্ছিন্ন ছিলেন। নবম উইকেট জুটিতে বাংলাদেশের মুশফিকুর রহিম এবং মোস্তাফিজুর রহমান করেছিলেন ২৬ রান। আর শেষ উইকেট জুটিতে বাংলাদেশের তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম করেছিলেন ৩২ রান।
সারাবাংলা/এমআরপি