চ্যাম্পিয়নস লিগেও আসছে ভিএআর
২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) পদ্ধতি রাখার ব্যাপারে বেশ আগ্রহ দেখিয়েছে বিভিন্ন ক্লাব কোচ ও খেলোয়াড়রা। এবার সেই সিদ্ধান্তই নিয়েছে উয়েফা নির্বাহী কমিটি। বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) উয়েফা জানিয়েছে, পরের মৌসুম থেকে চ্যাম্পিয়নস লিগের পরের আসর থেকে থাকছে ভিএআর প্রযুক্তি।
চ্যাম্পিয়নস লিগে এবারের মৌসুমের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে মাঠে নেমে লাল কার্ড দেখতে হয়েছিল পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনালদোকে। ওই ম্যাচের পর জুভেন্টাস কোচ মাসিমিলানো আলেগ্রি বলেছিলেন, ভিএআর প্রযুক্তি থাকলে রোনালদোকে লাল কার্ড দেখতে হতো না।
উয়েফা জানিয়েছে ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ স্টেজেই ভিএআর প্রযুক্তি উপস্থাপন করা হবে। এরপর ইস্তানবুলে হতে যাওয়া উয়েফা সুপার কাপেও থাকবে এই প্রযুক্তি। ২০২০ সালের উয়েফা ইউরো কাপেও থাকবে ভিএআর।
এরপর পর্যায়ক্রমে আরো কিছু পরিকল্পনা থাকবে উয়েফার। উয়েফা ইউরোপা লিগের ২০২০-২১ মৌসুমের গ্রুপ পর্বে এবং ২০২১ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে ভিএআর প্রযুক্তি ব্যবহার করা হবে।
উয়েফা সভাপতি অ্যালেকজান্ডার কেফেরিন বলেন, ‘২০১৯ সালের আগস্টে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি উপস্থাপন করতে পারবো বলে আত্মবিশ্বাস আছে। আমাদের হাতে ম্যাচ অফিসিয়ালদের প্রশিক্ষণ দেওয়ার যথেষ্ট সময় আছে। আশা করি, উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব প্রতিযোগিতায় ভিএআর প্রযুক্তির কারণে ভালো কিছুই পাওয়া যাবে।’
সারাবাংলা/এসএন