Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবারো ম্যানচেস্টার ইউনাইটেডের হোঁচট


২৯ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরে আবারো হারতে হলো ম্যানচেস্টার ইউনাইটেডকে। লন্ডন স্টেডিয়ামে ওয়েস্টহাম ইউনাইটেডের বিপক্ষে দলটি হেরেছে ৩-১ ব্যবধানে। পয়েন্ট টেবিলেও এগিয়ে যাওয়া হলো না হোসে মরিনহোর শিষ্যদের। এ অবস্থায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভ্যালেন্সিয়া আর লিগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে নামতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডকে।

বল নিয়ন্ত্রণে ৫১ শতাংশ এগিয়ে থাকলেও ম্যাচে খুঁজে পাওয়া যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের স্মলিং, লুক শ, অ্যাশলে ইয়ং, পল পগবা, নেমানজা ম্যাটিক, ফেল্লাইনি, অ্যান্তোনিও মার্শিয়াল, রোমেলু লুকাকুদের। গোলরক্ষক ডেভিড ডি গিয়াও হারের লজ্জা থেকে দলকে বাঁচাতে পারেননি।

ম্যাচের পঞ্চম মিনিটেই লিড নেয় ওয়েস্টহাম। দলকে এগিয়ে নিতে গোল করেন ফিলিপ অ্যান্ডারসন (১-০)। ৪৩ মিনিটে ম্যানচেস্টার ইউনাইটেডের লিনডেলোফের আত্মঘাতী গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ওয়েস্টহাম। প্রথমার্ধে এই স্কোরে পিছিয়ে থেকে বিরতিতে যায় মরিনহোর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটের মাথায় বদলি খেলোয়াড় মার্কাস রাশফোর্ডের গোলে ব্যবধান কমায় ম্যানচেস্টার ইউনাইটেড (২-১)। তবে, ৭৪ মিনিটের মাথায় ওয়েস্টহামের মার্কো আরনাতোভিচের গোলে ৩-১ এ পিছিয়ে পড়ে ইউনাইটেড। বাকি সময়ে গোল পরিশোধ করা হয়নি তাদের।

৭ ম্যাচে তিন জয়, তিন পরাজয় আর এক ম্যাচে ড্র নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের অবস্থান আট নম্বরে। শুরু থেকেই ধুঁকতে থাকা দলটির অর্জন মাত্র ১০ পয়েন্ট। শীর্ষে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট পাওয়া লিভারপুল। আর গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আপাতত ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে। তিনে থাকা চেলসি ৬ ম্যাচে অর্জন করেছেন ১৬ পয়েন্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর