মেসি-রোনালদোর সঙ্গী নেইমার-কাভানি
৩ জানুয়ারি ২০১৮ ১২:০৬
সারাবাংলা ডেস্ক
ফ্রান্সের ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ‘লেকিপ’ প্রকাশ করেছে তাদের নির্বাচিত ২০১৭ সালের সেরা একাদশ। স্বাভাবিকভাবেই সেখানে আক্রমণভাগে জায়গা করে নিয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি, রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো, পিএসজির নেইমার আর এডিনসন কাভানি।
গত বছর রিয়াল মাদ্রিদ পাঁচটি শিরোপা জিতেছে। তাই লেকিপের বর্ষসেরা একাদশে স্প্যানিশ এই ক্লাবটি থেকে সর্বোচ্চ চারজন জায়গা করে নিয়েছেন। ব্যালন ডি অর জেতা রোনালদোর সঙ্গী হয়ে এই একাদশে জায়গা করে নিয়েছেন মার্সেলো, সার্জিও রামোস আর লুকা মদ্রিচ।
গত লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের চার খেলোয়াড় থাকলেও কোপা দেল রে জয়ী বার্সার মেসি ছাড়া আর কেউ জায়গা পাননি।
একাদশে আক্রমণভাগে রোনালদো-মেসিদের সঙ্গে যোগ রয়েছেন ফরাসি জায়ান্ট পিএসজির ব্রাজিল সুপারস্টার নেইমার আর উরুগুয়ের তারকা এডিনসন কাভানি। এছাড়া, পিএসজির ব্রাজিল তারকা ডিফেন্ডার দানি আলভেজও রয়েছেন। আর গোলবারের নিচে আছেন অভিজ্ঞ জিয়ানলুইজি বুফন। একাদশে আছেন ম্যাট হামেলস ও মিডফিল্ডার হিসেবে আছেন চেলসির এনগোলো কাঁতে।
লেকিপের বর্ষসেরা একাদশ:
গোলরক্ষক: জিয়ানলুইজি বুফন
ডিফেন্ডার: মার্সেলো, সার্জিও রামোস, ম্যাট হামেলস, দানি আলভেজ
মিডফিল্ডার: এনগোলো কাঁতে, লুকা মদ্রিচ
ফরোয়ার্ড: নেইমার, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, এডিনসন কাভানি।
সারাবাংলা/এমআরপি