কেন্দ্রীয় চুক্তির বাইরে লুইস
২ অক্টোবর ২০১৮ ১৩:০৮
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্রিস গেইল, আন্দ্রে রাসেলদের পথে হাটছেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান এভিন লুইস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের (ডব্লিউআইসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এর আগে ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্র্যাভো, সুনিল নারাইনরা বাদ পড়েছিলেন কেন্দ্রীয় চুক্তি থেকে। এবার সেই তালিকায় যুক্ত হলেন লুইসও। সোমবার (১ অক্টোবর) কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়ের নতুন তালিকা প্রকাশ করেছে উইন্ডিজ বোর্ড। যেখানে ২০১৮-১৯ মৌসুমে সীমিত ওভারের ক্রিকেটে থাকছেন না লুইস।
টি-টোয়েন্টিতে দারুণ ফর্মে আছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ১৭ ম্যাচে ২টি শতক ও ৩টি অর্ধশতকসহ ৩৩৬ রান আছে তার ঝুলিতে। যেখানে তার স্ট্রাইক রেট ১৫৭.৪৪। আইপিএলে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে।
তবে সব ফরম্যাটের জন্য কেন্দ্রীয় চুক্তিতে আছেন জেসন হোল্ডার, শাই হোপ, কেমার রোচ ও আলজারি জোসেফসহ ৮জন ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন কার্লোস ব্র্যাথওয়েট, অ্যাশলে নার্স ও রোভম্যান পাওয়েলও।
সারাবাংলা/এসএন