Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন মেয়েরা


২ অক্টোবর ২০১৮ ২০:৫৮

।। স্পোর্টস করেপসন্ডেন্ট।।
ঢাকা: একটু প্রতিযোগিতার আভাস করা গিয়েছিলো। সেটা আর হলো কই। সাফ ফুটবলে পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে হিমালয়ের দেশ নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা।

পাকিস্তানের জালে ১৭ গোল দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ নারী অনূর্ধ্ব-১৮‘র মিশন শুরু করা মারিয়া-স্বপ্নারা সেমি ফাইনাল নিশ্চিত করে ফেলেছিল আগেই। নজর ছিল গ্রুপ বি‘র চ্যাম্পিয়ন হওয়া নিয়ে। কারণ পাকিস্তানকে ১২-০ ব্যবধানে হারিয়ে লাল-সবুজদের টক্করের হুংকার দিয়েছে নেপালও।

বিজ্ঞাপন

সেটা আর হলো কই?

ভুটানের চাংলিমিথান স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া ম্যাচে নিয়ন্ত্রণের নাটাইটা যেন নিজেদের হাতেই রেখেছিল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। শুরু থেকে জয়ের নেশায় আক্রমনে গিয়েছে কিশোরিরা। সেটার ফলও এলো ১৫ মিনিটে। প্রথম ম্যাচে ৭ গোল করা স্বপ্নাই এনে দিলেন গোলযাত্রা।

রক্ষণভাগ থেকে আনুচিংয়ের লম্বা পাস থেকে নিঁখুত শটে বল জালে জড়ান স্বপ্না (১-০)। দ্বিতীয় গোলটাও এলো প্রায় একই স্টাইলে। লাল-সবুজ শিবিরের বক্সেই বল পান গোলরক্ষক। ডিরেক্ট উড়িয়ে মারেন বল নেপালের অর্ধ্বে। বাতাসে ভাসা বল নিয়ন্ত্রণে নিয়ে কৃষ্ণারানী সরকার (২-০)।

এই ব্যবধানে জয় নিয়ে ফিরে আসার সুযোগ ছিল মারিয়াদের। নিজেদের ভুলে গোল খেয়ে বসে মেয়েরা। ম্যাচের অতিরিক্ত সময়ে ডি বক্সের বাইরে থেকে রেশমি কুমারির জোরালো শটে ভেঙে যায় বাংলাদেশের দুর্গ (২-১)।

এ জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমি ফাইনালে গ্রুপ এ‘র রানার্স আপ ভুটানের সঙ্গে খেলবে লাল-সবুজরা।

সারাবাংলা/জেএইচ

বিজ্ঞাপন

নেপাল বাংলাদেশ সাফ নারী অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর