Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিবালার হ্যাটট্রিক, ইউনাইটেড-বায়ার্নের হোঁচট


৩ অক্টোবর ২০১৮ ১১:২৩

।। স্পোর্টস ডেস্ক ।।

এবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতার মতোই দল গড়েছে ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাস। পাওলো দিবালার হ্যাটট্রিকে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে সিরি আতে টানা সাতবারের চ্যাম্পিয়নরা। এদিকে, হোঁচট খেয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড আর জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।

প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলতে নেমে জুভেন্টাসের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো লাল কার্ড দেখেছিলেন। তার অনুপস্থিতিতে ‘এইচ’ গ্রুপে নিজেদের মাঠে নামে জুভিরা। আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা হ্যাটট্রিক তুলে নেন। সুইস ক্লাব ইয়াং বয়েজকে ৩-০ গোলে হারিয়ে দিয়েছে মাস্সিমিলিয়ানো আল্লেগ্রির দল। প্রথম ম্যাচে ভালেন্সিয়ার মাঠে ২-০ ব্যবধানে জিতেছিল ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

ম্যাচের ৫, ৩৩ আর ৬৯ মিনিটের মাথায় গোল তিনটি করেন দিবালা। আর ৭৮ মিনিটের মাথায় ইয়াং বয়েজের মোহামেদ আলি কামারা লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। দিবালার মুখে হাত দিয়ে আঘাত করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন গিনির এই সেন্টার-ব্যাক।

অন্য ম্যাচে ভালেন্সিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে হোসে মরিনহোর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা চার ম্যাচ জয়শূন্য রইলো ইউনাইটেড। ইংলিশ লিগে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ১-১ গোলে ড্রয়ের পর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছিল মরিনহোর শিষ্যরা। লিগ কাপে টাইব্রেকারে হেরেছিল ইংলিশ ক্লাবটি।

চ্যাম্পিয়ন্স লিগে দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে স্পেনের ক্লাব ভালেন্সিয়া। আর ইয়াং বয়েজের নামের পাশে কোনো পয়েন্ট এখনও যোগ হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ হোঁচট খেয়েছে। আলিয়াঞ্জ অ্যারেনায় নিজেদের মাঠে খেলতে নেমেও আয়াক্সের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বায়ার্ন। ম্যাচের চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে নিতে গোল করেন ম্যাট হুমেলস। ২২ মিনিটের মাথায় আতিথ্য নেওয়া আয়াক্সের হয়ে সমতাসূচক গোলটি করেন মরক্কোর ডিফেন্ডার মাজরাউই।

সব প্রতিযোগিতা মিলিয়ে এ নিয়ে টানা তিন ম্যাচ জয়শূন্য রইলো বুন্দেসলিগায় টানা ছয়বারের চ্যাম্পিয়ন বায়ার্ন। নিজেদের লিগে আউক্সবুর্কের মাঠে ১-১ ড্রয়ের তিন দিন পর হার্থা বার্লিনের মাঠে ২-০ গোলে হেরেছিল বায়ার্ন।

গ্রুপের অন্য ম্যাচে গ্রিসের এইকে অ্যাথেন্সকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগালের ক্লাব বেনফিকা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে বায়ার্ন-আয়াক্সের পয়েন্ট সমান ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে আয়াক্স। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বেনফিকা। অ্যাথেন্সের পয়েন্ট ০।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর