Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিম্বাবুয়ে সিরিজে অনিশ্চিত মাশরাফি, সাকিব যাচ্ছেন অস্ট্রেলিয়ায়


৩ অক্টোবর ২০১৮ ১৫:৩০

।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।

একটা অস্থির সময় কাটাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। হাতের ইনজুরিতে এশিয়া কাপে এক ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন ওপেনার তামিম ইকবাল। সাকিবও খেলতে পারেননি শেষ অবধি। ইনজুরি নিয়ে খেলেছেন মুশফিকুর রহিম। আর এশিয়া কাপ থেকে ইনজুরি নিয়ে ফিরেছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সামনেই ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ।

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ। ওই সিরিজে মাশরাফি খেলতে পারবেন কিনা সেটা নিয়েই এখন দেখা দিয়েছে সংশয়। বুধবার (৩ অক্টোবর) বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে জানিয়েছেন, ‘হাত ও পায়ের মচকে যাওয়া ইনজুরি ঠিক হতে কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ লাগে। মাশরাফির হাতে যে ব্যান্ডেজটা আছে, সেটি দুই সপ্তাহ পর খোলা হবে। তখন সত্যিকার অবস্থা বোঝা যাবে। তবে সাধারণত এসব ইনজুরি ভালো হতে ২১ দিনের মতো সময় লাগে।’

এদিকে, ইনজুরিতে থাকা সাকিব আগামী ৫ অক্টোবর চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাবেন। তবে, সাকিবের হাতের অস্ত্রোপচার করানো হবে আরও এক মাস পর।

উল্লেখ্য, এশিয়া কাপের বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে রুবেলের বলে শোয়েব মালিকের উড়ন্ত ক্যাচ নিয়েছিলেন মাশরাফি। সে সময়ই ডান হাতের কনিষ্ঠা আঙ্গুলে ব্যথা পান মাশরাফি। পরে হাতে ব্যান্ডেজ নিয়ে মাঠে নেমেছিলেন। ফিল্ডিং করতে গিয়ে পুনরায় চোট পান পায়ে। সেসব ইনজুরি নিয়েই ভারতের বিপক্ষে ফাইনালে খেলেছিলেন মাশরাফি। এরপর দেশে ফিরে এক্স-রে করালে জানা যায়, মাশরাফির ডান হাতের কনিষ্ঠা আঙ্গুল ভেঙে গেছে। পাশাপাশি তার ডান পায়ের উরুর মাংসপেশিতেও চোট রয়েছে।

বিজ্ঞাপন

উরুর ইনজুরির ব্যাপারে দেবাশীষ জানান, সেটা গুরুতর কিছু নয়। বিশ্রাম পেলে দুই সপ্তাহের মধ্যে এটা ভালো হয়ে যায়। মাশরাফি যেহেতু এখন পুরোপুরি বিশ্রামে, তাই উরুর ইনজুরি কোনো সমস্যা তৈরি করবে না।

জিম্বাবুয়ের বিপক্ষে মাশরাফি প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবেন কিনা সেটাই দেখার বিষয়।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর