মেসির জোড়া গোলে বড় জয় বার্সার
৪ অক্টোবর ২০১৮ ১১:১৮
।। স্পোর্টস ডেস্ক ।।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের প্রথম দুটি ম্যাচই জিতে নিয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। প্রথম ম্যাচে পিএসভিকে হারানোর পর বুধবার (৩ অক্টোবর) ওয়েম্বলিতে দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে টটেনহামের বিপক্ষে ৪-২ ব্যবধানে ম্যাচ জিতে নিয়েছে কাতালানরা।
আগের ম্যাচে হ্যাটট্রিক তোলার পর এই ম্যাচে জোড়া গোলের স্বাদ পেলেন মেসি।
প্রথমার্ধের দুই মিনিটেই বার্সেলোনার হয়ে চমক দেখান ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো। তার গোলে এগিয়ে যায় বার্সা। মাঝমাঠ থেকে জরদি আলবাকে ডি-বক্সের একটু বাইরে বল বাড়িয়ে দিয়েছিলেন মেসি। তবে আলভার দিকে এগিয়ে আসেন গোলরক্ষক হুগো লরিস। তাতেই সুযোগ পেয়ে কুতিনহোকে বল বাড়িয়ে দেন আলভা। বল পেয়েই দারুণ শটে দলকে এগিয়ে নেন কুতিনহো।
ম্যাচের ২৮ মিনিটে দলের ব্যবধান বাড়ান ক্রোয়েশিয়ান তারকা ইভান রাকিটিচ। ডি-বক্সের বাইরে লুইস সুয়ারেজের বাড়ানো বল থেকে ভলিতে গোল করেন ক্রোয়াট এই মিডফিল্ডার। এরপর আর গোল না হওয়ায় ২-০ তে এগিয়ে বিরতিতে যায় বার্সা।
বিরতি থেকে ফিরে লড়াই চালায় টটেনহাম। ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান কমান হ্যারি কেন। ডি-বক্সে বার্সা ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ইংলিশ এই ফরোয়ার্ড। এরপর ম্যাচের ৫৬ মিনিটে গোল করেন মেসি। ডি-বক্সে সতীর্থের বাড়ানো বল থেকে গোল করেন এই আর্জেন্টাইন।
ম্যাচের ৬৬ মিনিটে ব্যবধান কমান টটেনহামের এরিক লামেলা। এরপর ম্যাচের শেষ মিনিটে আলবার পাস থেকে ডি-বক্সে বল পেয়ে জালে জড়ান মেসি। আর তাতেই ৪-২ ব্যবধানে জয় তুলে মাঠ ছাড়ে বার্সা।
একইদিনে গ্রুপ ‘বি’র অন্য ম্যাচে পিএসবিকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান।
এ নিয়ে দুই ম্যাচে দুটি জয় নিয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘বি’র শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে সমান জয়ে টেবিলের দুইয়ে আছে ইন্টার মিলান। আর ২ ম্যাচের দুটিতেই হেরে টেবিলের তিনে আছে টটেনহাম। টেবিলের চারে আছে পিএসভি।
সারাবাংলা/এসএন