ফিরেই ম্যাচসেরা স্টেইন
৪ অক্টোবর ২০১৮ ১২:২৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ব্যাট হাতে ৬০ রান, আর বল হাতে ২টি উইকেট। প্রায় দুই বছর পর দলের জার্সিতে মাঠে নেমে এমন পারফরম্যান্স দিয়েই দলকে জিতেয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন। বুধবার (৩ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচসেরাও হয়েছেন প্রোটিয়া এই পেসার।
সবশেষ রঙিন জার্সিতে দলের হয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৬ সালের অক্টোবরে। সেদিন ঘরের মাঠে দল জিতলেও বল হাতে সেদিন উইকেট পাননি স্টেইন। তবে ব্যাট হাতে ৬ রানে অপরাজিত ছিলেন এই পেসার।
অবশ্য চোটের কারণেই দলের বাইরে থাকতে হয়েছে স্টেইনকে। তবে দলের বাইরে থাকলেও মাঠে ফিরে সেরা পারফরম্যান্সই দেখিয়েছেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমে দলের হয়ে সর্বোচ্চ ইনিংস (৬০) খেলেন ৩৫ বছর বয়সি স্টেইন। এই ম্যাচে অনেকটা অলরাউন্ডারের মতোই খেলেছেন।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৫ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ১২০ রানের বড় ব্যবধানের জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে অনেকটা ব্যাটিং বিপর্যয়ে পড়তে হয়েছিল প্রোটিয়াদের। দলীয় ১০১ রানে ৭ উইকেট হারানোর পর ডেল স্টেইনের ৬০ রানের ওপর ভর করে ৪৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে ২৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ৭৮ রান তোলে জিম্বাবুয়ে।
আর তাতেই এক ম্যাচ বাকি রেখেই ২-০ তে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আর ম্যাচসেরার পুরস্কারটা এসেছে স্টেইনের হাতে।
সারাবাংলা/এসএন