Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চার মাস নিষিদ্ধ শেহজাদ, পেরিয়ে গেছেন তিন মাস!


৬ অক্টোবর ২০১৮ ১৪:২৯

।। স্পোর্টস ডেস্ক ।।

ডোপ টেস্টে পজিটিভ প্রমাণের পর এবার পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদকে নিষিদ্ধ ঘোষণা করলো দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। সব ধরনের ক্রিকেট থেকে চার মাসের জন্য তাকে নিষিদ্ধের শাস্তি দেওয়া হয়েছে। শাস্তি কার্যকর করা হয়েছে জুলাই মাসের ১০ তারিখ থেকে। চার মাসের তিন মাস এরই মধ্যে পেরিয়ে গেছেন শেহজাদ। তার চার মাসের নিষেধাজ্ঞা শেষ হবে নভেম্বরের ১০ তারিখে।

পিসিবির অ্যান্টি-ডোপিং আইনের দুটি ধারা না মানার জন্য শেহজাদকে অভিযুক্ত করা হয়। তবে, নিজের অপরাধ মেনে নেওয়ায় তাকে বড় ধরনের শাস্তি দেওয়া হয়নি। অভিযুক্ত হওয়ার পরপরই শেহজাদ জানিয়েছিলেন, তিনি কোনো প্রতারণা কিংবা পারফরম্যান্সের উন্নতির জন্য নিষিদ্ধ ঔষধ সেবন করেননি।

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘পাকিস্তান কাপ’ চলাকালে গত জুলাইয়ের শুরুর দিকে ডোপ টেস্ট করা হয় শেহজাদের। সেখানে তিনি ডোপ টেস্টে পজিটিভ প্রমাণিত হন। জাতীয় দল কিংবা ঘরোয়া ক্রিকেটে খেলতে হলে শেহজাদকে পুনর্বাসনের মধ্যদিয়ে ফিরতে হবে। তাতে দেশটির ক্রিকেট বোর্ডের বিভিন্ন অ্যান্টিং-ডোপিং সেমিনার কিংবা এ ধরনের কর্মকাণ্ডে অংশ নিতে হবে।

সারাবাংলা/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর