Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাকিবের ব্যাপারে ফিজিওর কাছে জানতে চাইবে বিসিবি


৬ অক্টোবর ২০১৮ ১৯:০৯

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

বাঁ হাতে ভাঙা আঙুলের চিকিৎসার জন্য দেশ ছেড়েছেন সাকিব আল হাসান। এর মধ্যেই জানা গেছে, এই বছর সম্ভবত আর মাঠে নামা হচ্ছে না। চোটের জন্য আঙুল আগের অবস্থায় আর কখনোই আসবে না, তবে খেলার মতো অবস্থায় সাকিব নিজেকে ফিরে পাবেন বলেই জানিয়েছেন বিসিবি চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী। তবে সাকিব একজন যোদ্ধা বলে সব প্রতিকূলতা কাটিয়ে আবার মাঠে ফিরবেন বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। আর এই চোটের জন্য ফিজিও তিহান চন্দ্রমোহনের কাছেও ব্যাখ্যা চাইবে বিসিবি।

বিজ্ঞাপন

এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগেই হাতে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন সাকিব। এরপর আর খেলতে পারেননি, পরের দিন দেশে ফিরে ছয় ঘণ্টার মধ্যে হঠাৎ করে ফোলা বেড়ে যায়। সেই ফোলা নিয়েই ভর্তি হন হাসপাতালে, পরে পুঁজ বের করা হয় ক্ষত থেকে। জানা যায়, ছড়িয়ে গেছে সংক্রমণ, হতে পারত খারাপ কিছু। শেষ পর্যন্ত অস্ত্রোপচারও পিছিয়ে গেছে। সাকিব রওনা হয়েছেন অস্ট্রেলিয়ার উদ্দেশে, সেখানে হাতের চোট বিশেষজ্ঞ গ্রেগ হয়কে দেখানোর কথা তার।

কিন্তু সাকিবের এভাবে সংক্রমণ ছড়িয়েছে, বিসিবির ফিজিও সেটা টের পেলেন না কেন? আকরাম খান বলেছেন, এ ব্যাপারে তার কাছে জবাব জানতে চাওয়া হবে, ‘সাকিব ঝুঁকি নিয়ে খেলেছিল এশিয়া কাপে। আলাপ-আলোচনা করেই খেলেছিল। পরে ওর হাত দেখে আমরা ভয়ই পেয়েছিলাম! ইতিবাচক দিক হচ্ছে গুরুতর কিছু হয়নি। ফিজিওর সঙ্গে আমরা কথা বলব। হাতের অবস্থা এত খারাপ হওয়ার পরও সাকিব গিয়েছিল (খেলতে), ব্যাপারটা ফিজিও আগ থেকেই পরিষ্কার করে দিতে পারতেন। চোট খেলারই অংশ। খেলোয়াড়দের জন্য সেরাটা করার চেষ্টা করব। অস্ত্রোপচারের পর দেখি কী হয়।’

বিজ্ঞাপন

আকরাম বললেন, সাকিব একজন যোদ্ধা। আর মাশরাফি তো অনেক দিন চোটের সঙ্গে লড়াই করছেন। সব ঝড় ঝাপটা সামলে আবার ভালোমতোই এই দুজন ফিরবেন মাঠে, ‘সাকিব ব্যথা নিয়েই যেভাবে ভালো খেলেছে, সে এক একজন যোদ্ধা। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় চোটে পড়ে খেলাই ছেড়ে দিয়েছে, মাশরাফি সেটা করেনি। সাকিবও লড়াকু। কষ্ট হলেও পারফরম্যান্স সে ধরে রাখবে। এখানে গুরুত্বপূর্ণ হলো বিষয়টাকে আপনি মানসিকভাবে কিভাবে নিচ্ছেন। ওদেরকে তো ছোটবেলা থেকেই আমি চিনি। মাশরাফি মানসিকভাবে অনেক শক্ত, ইনশাআল্লাহ ওরা আগের জায়গায় ফিরে আসবে।’

সারাবাংলা/এএম/এমআরপি

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর