Saturday 21 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টানা তৃতীয় জয়ে সিটির কাছাকাছি ম্যানইউ


২৯ নভেম্বর ২০১৭ ১৪:৩৮

সারাবাংলা ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে উত্তেজনা বাড়লো। টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। হোম ম্যাচে পয়েন্ট টেবিলের তলায় থাকা দল ওয়াটফোর্ডকে গোল বন্যায় ভাসিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। ৪-২ গোলে হারিয়ে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমিয়েছে রেডফোর্ডরা।

এদিন প্রথম দুটি গোল করে ম্যানইউকে এগিয়ে দিয়েছেন অ্যাশলে ইয়াংয়। ১৯ ও ২৫ মিনিটে দুই গোলে এগিয়ে নেন দলকে। ৩২ মিনিটে আবারও প্রতিপক্ষের জাল কাঁপায় ম্যানইউ। গোল করে বসে মার্শাল। ৭৭ মিনিট পর্যন্ত ৩-০ ব্যবধানে এগিয়েই ছিল তারা।

এরপরই হঠাৎ ম্যাচের রূপ দ্রুত পাল্টে দেওয়ার চেষ্টা করেছিল ওয়াটফোর্ড। দ্রুত গতিতে দুটি গোল আদায় করে নেয়। ৭৭ মিনিটে স্পট কিক থেকে ও ৮৪ মিনিটে দুকুরের গোলে স্কোর লাইন দাঁড়ায় ৩-২। যদিও এর দুই মিনিট পর পাল্টা করে স্কোর ৪-২ করে মাঠ ছাড়ে ইংলিশ জায়ান্টরা। গোল করেন লিংগার্ড।

১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর এক ম্যাচ বেশি খেলে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর