Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউনাইটেডের রোমাঞ্চকর জয়


৭ অক্টোবর ২০১৮ ১১:০৯

।। স্পোর্টস ডেস্ক ।।

দল ছন্দহারা অনেকদিন থেকে। অস্বস্তিতে দিন কাটানো ইংলিশ প্রিমিয়ার লিগের দল ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। লিগের ম্যাচে নিউক্যাসলের বিপক্ষে জিতেছে ইউনাইটেড। চার ম্যাচ পর জয়ের দেখা পেয়েছে হোসে মরিনহোর শিষ্যরা।

২-০ গোলে পিছিয়ে নিজেদের মাঠে হারের শঙ্কায় পড়লেও ঘুরে দাঁড়িয়ে নিউক্যাসলকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ওল্ড ট্রাফোর্ডে নিজেদের মাঠেই আরেকটি পরাজয়ের মুখে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে রোমাঞ্চকর এক এক জয় তুলে নিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের ৭০ থেকে ৯০ মিনিটের মধ্যে তিনটি গোল দেয় মরিনহোর শিষ্যরা।

ম্যাচের সপ্তম মিনিটে নিউক্যাসলকে লিড পাইয়ে দেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কেনেডি। দশম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাপানের ফরোয়ার্ড ইয়োশিনোরি মুতো। ৭০ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার হুয়ান মাতার গোলে কিছুটা আশার সঞ্চার করে ইউনাইটেড। ৭৬তম মিনিটে ফরাসি তারকা অ্যান্তোনিও মার্শিয়ালের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। আর ৯০তম মিনিটে চিলির তারকা অ্যালেক্সিজ সানচেজের দুর্দান্ত গোলে ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

এর আগে লিগের ম্যাচে উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের বিপক্ষে ১-১ ড্রয়ের পর ওয়েস্টহ্যাম ইউনাইটেডের মাঠে ৩-১ গোলে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ কাপেও জয় পাওয়া হয়নি দলটির। ডার্বি কাউন্টির বিপক্ষে ২-২ গোলে ড্র করার পর ম্যাচ গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে ইউনাইটেডকে ৮-৭ ব্যবধানে হারিয়ে দেয় ডার্বি কাউন্টি। এরপর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে ভালেন্সিয়ার বিপক্ষেও জয় পায়নি ইউনাইটেড। সেই ম্যাচে গোলশূন্য ড্র করেছিল মরিনহোর শিষ্যরা।

৮ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে লিভারপুল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম, ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চারে রয়েছে চেলসি।

সারাবাংলা/এমআরপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর