Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হাথুরুর বিদায় সিনিয়রদের আরও দায়িত্বশীল করবে’


৩ জানুয়ারি ২০১৮ ১৮:৫৬

স্টাফ করেসপন্ডেন্ট

ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন দলে, পদোন্নতি পেয়ে হয়েছেন সহকারী কোচ। তবে এখন সেই দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে, মূল কোচের অনুপস্থিতিতে যে রিচার্ড হ্যালসলকেও পালন করতে হবে বাড়তি দায়িত্ব। এই জিম্বাবুইয়ান ক্রিকেটার অবশ্য আত্মবিশ্বাসী, সেই দায়িত্ব পালন করতে হবে। বরং মূল কোচ না থাকায় সিনিয়র খেলোয়াড়েরা আরও বেশি দায়িত্ববান হতে পারেন, মুদ্রার অন্য পিঠও দেখিয়ে দিয়েছেন আজ।

বিজ্ঞাপন

ছুটি শেষে আনুষ্ঠানিকভাবে আজই বাংলাদেশ দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। প্রথম দিন মূলত বোলারদের নিয়েই কাজ করেছেন। বোলাররা তো বল করেছেনই, ব্যাটিং অনুশীলনও করে নিয়েছেন। হ্যালসল আজ অনুশীলন শেষেই মুখোমুখি হলেন সংবাদ মাধ্যমের।

হাথুরুসিংহে যোগ দেওয়ার পর পরেই তিন বছর আগে ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছিলেন হ্যালসলও। গত বছর হয়েছেন সহকারী কোচ। হাথুরুসিংহে চলে গেছেন, তবে হ্যালসল মনে করছেন এটা খেলোয়াড়দের জন্য শাপেবর হতে পারে।

‘আমার মনে হয় চন্ডিকার চলে যাওয়ার বড় একটা কারণ সে মনে করেছে দলকে আর কিছু দিতে পারবে না। এটা কিন্তু একেবারে খারাপ নয়। চন্ডিকার বিদায় তাদের আরও দায়িত্ব নেওয়ার প্রেরণা দেবে, চিন্তাভাবনার জায়গা করে দেবে। আমার মনে হয় বাংলাদেশ দারুণ কিছু সিনিয়র খেলোয়াড় আছে। সাকিব, মাশরাফির সঙ্গে তামিম, মুশফিক, রিয়াদও এখন নিজেদের মতামত দেওয়ার ক্ষমতা রাখে। চন্ডিকার বিদায়ে তারা আরও বেশি দলের সপ্নগে একাট্টা হতে পারে। আর বয়স হলে সবাই একটু বাড়তি দায়িত্ব নেবেই। আমার মনে হয় এটা সবার জন্যই বেশ রোমাঞ্চকর একটা ব্যাপার। ’

হ্যালসল মনে করিয়ে দিচ্ছেন, কোচের চেয়ে সিনিয়রদের কারও চলে যাওয়াটা বেশি ধাক্কা হতে পারত। বরং এখন তা আর হয়নি, ‘বড় খেলোয়াড়েরা গেলে সেটা আরও বেশি মাথাব্যথার কারণ হতো। কিন্তু আমাদের সিনিয়ররা সবাই আছে, তরুণদেরও পাচ্ছি। বরং শ্রীলঙ্কারই বেশ কয়েকজন খেলোয়াড় নেই, মালিঙ্গাকে যেমন দলে নেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের দলে এমন কোনো সমস্যা নেই। দলটা খুবই স্থিতিশীল, সবাই ভালো কিছু করার জন্য মুখিয়ে আছে। ’

বিজ্ঞাপন

কিন্তু হাথুরুসিংহে এবার প্রতিপক্ষ হয়ে থাকায় সেটি বাংলাদেশের জন্য বাড়তি দুশ্চিন্তা হয়ে গেল না? হ্যালসল অবশ্য সেরকম মনে করছেন না, ‘পরিকল্পনা তো খেলোয়াড়দের ছোট্ট একটা অংশ। ভালো খেলোয়াড় থাকলে আপনি ম্যাচ জিতবেই। দক্ষিণ আফ্রিকাতেও তো কোচসহ সবাই ছিল, তখন তো ভালো খেলেনি। আবার চ্যাম্পিয়নস ট্রফিতে ঠিকই ভালো খেলেছে। আমাদের খেলোয়াড়দের ওই সামর্থ্য আছে।’

 

সারাবাংলা/এএম

বিজ্ঞাপন
সর্বশেষ

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫০

সম্পর্কিত খবর