Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শিরোপা জিতল ভারত


৭ অক্টোবর ২০১৮ ১৯:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশকে মাত্র ২ রানে হারিয়ে ফাইনালে উঠেছিল ভারত। রোববার (৭ অক্টোবর) আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে ১৪৪ রানে হারিয়ে শিরোপা জিতে নিলো তারা।

শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩০৪ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ৩৮.৪ ওভারে ১৬০ রান তুলতেই গুটিয়ে যায় লঙ্কানরা।

আগে ব্যাট করতে নেমে প্রথম উইকেট জুটিতে ১২১ রান তোলে ভারত। এরপর ব্যক্তিগত ৫৭ রানে এলবির শিকার হয়ে ফেরেন ওপেনার অনুজ রাওয়াত। দলীয় ১৮০ রানে ফেরেন সর্বোচ্চ ইনিংস খেলা যশোভি জশোয়াল (৮৫)। এরপর দলীয় ১৯৪ রানে ব্যক্তিগত ৩১ রানে বোল্ড হয়ে ফেরেন পাদিক্কাল। তবে এরপর শিমরন সিং (৬৫) ও আয়ুশ বাদোনি (৫২) অপরাজিত থেকে ইনিংস শেষ করেন।

শ্রীলঙ্কার কালানা পেরেরা, কালহারা সেনারত্নে ও দুলিথ ওয়েলালাগে ১টি করে উইকেট নেন।

৩০৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় লঙ্কানরা। ব্যক্তিগত ১২ রানে ফেরেন অধিনায়ক নিপুন ধনাঞ্জয়া পেরেরা। এরপর দলীয় ৬৬ রানে সুরিয়াবান্দারা ৩১ রানে ফেরেন। এরপর কালানা পেরেরা (০) ও নুওয়ানিদু ফার্নান্দো (৪) আউট হলে বিপর্যয়ে পড়ে লঙ্কানরা।

অবশ্য এরপর পারানাভিথানার সঙ্গে দলের হাল ধরতে চেষ্টা করলেও দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৪৯ রানে ফেরেন ওপেনার নিশান মাদুশাঙ্কা ফার্নান্দো। এরপর একদিক থেকে পারানাভিথানা দলের হাল ধরার চেষ্টা করলেও দলীয় ১৪১ রানে ৯ উইকেট হারায় লঙ্কানরা। আর শেষ উইকেটে এলবির শিকার হয়ে পারানাভিথানা আউট হলে ইনিংস থামে লঙ্কানদের।

ভারতের সর্বোচ্চ ৬টি উইকেট তোলেন হর্শ ত্যাগি। দেসাই ২টি ও মোহিত জংরা ১টি উইকেট নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর